Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Bountyes
on 16/03/2023, 17:08:19 UTC
আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে

আসলে ভাই মেরিট ইংরেজি শব্দ মেরিট মানে যোগ্যতা। আপনার যদি কোন যোগ্য পোস্ট মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন পোস্ট হয় । তাহলে আপনাকে আপনা আপনি সিনিয়র ভাইয়েরা মেরিট সেন্ড করবেন। আপনি চিন্তা করে দেখেন আপনার কোন পোস্টটি মেরিট পাওয়ার যোগ্য পোস্ট হয়েছে ? আজকে আপনি একের অধিক কপি পেস্ট করেছেন। আপনাকে সতর্ক করে দেওয়ার পরেও আবার আপনি কপি পেস্ট করেন। তাহলে আপনিই ভেবে দেখেন কিভাবে আপনি মেরিট পাবেন।
আপনি এই লিংকে মেরিট সংক্রান্ত ধারণা দেখে নিন।

কোন চুরি না, কোন কপি পেস্ট না, কোন খারাপ কার্যকলাপ না।

আসলে শর্টকাট সাফল্যের সঠিক উপায় না। আমাদের দেশের বেশিরভাগ মানুষ এই খারাপ কাজটা করে। আসলে বেশিরভাগ মানুষ ভুলে যায় যে, শর্টকাট উন্নতির সঠিক ও সহজ রাস্তা না। কেউ যদি শর্টকাট অবলম্বন করে দ্রুত সময়ে সাফল্যের শিখরে আরোহন করে এবং সে খুব দ্রুতই সেই সাফল্যের শেখর থেকে তার চেয়ে দ্বিগুণ গতিবেগে নিচে পড়ে যায়। শর্টকাট হল শয়তানের কার্যকলাপ, শয়তান মানুষকে এই খারাপ অভ্যাস করার জন্য প্রভাবিত করে। আমরা সবাই জানি যে, শয়তান মানুষের মধ্যে থাকে এবং মানুষকে বিভিন্ন রকম খারাপ ও ভুল কাজ করতে প্রভাবিত করে। মানুষ ভুলে যায় শয়তান যদি বড় হয়, ঈশ্বর শয়তানের থেকেও শ্রেষ্ঠ।

সুতরাং, আমাদের সকলের উচিত, "সঠিক উপায়ে, মানসম্মত পোস্ট করে, মেধা অর্জনের মাধ্যমে নিজের প্রোফাইলকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়া।"

আমাদের সকলের মনে রাখা উচিত, "একটা ভালো পোস্ট বা বিজ্ঞাপন একজন মানুষের জীবন বদলে দিতে পারে।"

একটি ভালো পোস্ট মানুষের জীবন বদলে দিতে পারে এটি আমি বিস্বাস করি। কারণ আমরা এখনো অনেক কিছুই জানি না বা বুজি না। আমাদের কোনো কিছু শিখতে বা জানতে হলে অপরের সাহায্য নিতে হয়। ঠিক তেমনি অন্যের একটি ভালো পোস্ট দেখে আমাদের অনেক লাভ হতে পারে।

যেমন : আমরা অনেক মানুষ আছি যারা এখনো বাইনানচে ডলার বাই সেল করতে পারি না। কিছুদিন আগে আমি একটা পোস্ট দেখেছি যে Crypto Dotar ভাই খুব ভালোভাবে বাইনানচে ডলার সেল করা দেখিয়েছে। এটা দেখে আমরা অনেকে উপকৃত হয়েছি। 

 আবার আমরা অনেকে আছি একটি জিনিস পোস্ট করি কিন্তু খুব শটকাটে। শটকাটে পোস্ট করলে সবাই বুজতে পারে না। এর জন্য শটকাট বাদ দিয়ে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে লিখলে সবার বিষয়টা বুঝতে সুবিধা হয়।  তাই আমরা সবাই চেষ্টা করবো শটকাট বাদ দিয়ে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে লেখার।  ধন্যবাদ