Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Rahul09
on 17/03/2023, 06:49:40 UTC
আমি বাংলাদেশ ফরমে অনেকগুলো ইম্পরট্যান্ট পোস্ট করেছি কিন্তু এ পর্যন্ত কোন মেরিট পাইলাম না সব সিনিয়র ভাইদের বলতেছি আপনারা আমার পোস্টগুলো একটু দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে পোস্টগুলো করছি কিন্তু আমি এখনো কোন সাফল্য পাইনি সবাই দেখি কমবেশি ম্যারিড পাচ্ছি আমি এই ফর্মে নতুন তাই সিনিয়র ভাইদের হেল্প প্রয়োজন তাদের হেল্প পেলে আমার মনে হয় আমি কিছু করতে পারবো তাই সিনিয়র ভাইয়েরা একটু হেল্প করবেন আর এই ফোনে কিছু লোক দেখতেছি তারা অনেক ভালো মনের মানুষ এবং সবাইকে তারা হেল্প করতেছে আমার মনে হয় তারা আমাকেও হেল্প করবে আর আমি দোয়া করি সব সিনিয়র ভাইয়েরা জীবনে আরও অনেক বড় হন আর আমার পোস্টে যদি কোন ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমার চোখে দেখবেন কারণ আমি নতুন আর এই পোস্ট দেখে যদি কারো ভালো লাগে তাহলে আমাকে ম্যারিড দিয়ে যাবেন প্লিজ ধন্যবাদ সবাইকে
অসাধারণ  । আপনার একাউন্টে আমি গিয়ে দেখলাম সেখানে আপনার অনেক ইম্পর্ট্যান্ট মানে গুরুত্তপূর্ণ পোস্ট দেখতে পেলাম  Grin। আপনি কি জানেন যে মেরিট এর বাংলা কি ? মেরিট মানে হলো যোগ্যতা । আর আপনার যদি বিটকয়েন সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনি কিভাবে যোগ্যতা (মেরিট) পাওয়ার আশা করতে পারেন ? আপনার পোস্টের মাধ্যমে যদি করো উপকার হয় কিংবা আপনার পোস্টটি যদি মন সম্মত হয় তাহলে আপনি অবশ্যই মেরিট পাবেন । এই আপনি কখনোই এইভাবে সবার কাছে মেরিট চাইতে পারেন না । সিনিয়র ভাইয়েরা আপনার এই ভুলের জন্যে রিপোর্ট দিতে পারে । আগে নিজেকে মেরিট পাওয়ার জন্য উপযুক্ত করে তুলুন তাহলে অবশ্যই আপনিও মেরিট পাবেন ।
তার চেয়ে বড় কথা আপনি মেরিট এর পিছনে না ছুটে মান সম্মত পোস্ট করতে থাকুন । তাহলেই আপনি অনেক এগিয়ে যাবেন।

আপনি চাইলে  মেরিট সংক্রান্ত ধারণা এখান থেকে সব কিছু বুঝতে পারবেন । আশা করি এইভাবে আর কখনো ফরমে সবার কাছে মেরিট চাওয়া থেকে বিরত থাকবেন ।

নোটিশ: আমাদের বাংলাদেশের ফরমটি এই কারণে এগিয়ে যেতে পারতেছে না  । যারা এই ফরমে নতুন আসে তারাই এইসব অদ্ভুত প্রশ্ন করে । কিভাবে সিগনেচার করা যায় কিভাবে বাউন্টি করা যায় ? আমাকে একটা কেউ মেরিট দিন । এইসব কোনো কথা হলো ? তারা ক্রিপ্টো তে নতুন এসেই সব কিছু জানতে চায় । তাদের শুধু টাকা ইনকাম করার ইচ্ছা কিন্তু কারো শেখার ইচ্ছা একদমই নাই ।