ধন্যবাদ আপনাকে এইটা তুলে ধরার জন্য। এখন কাজে না লাগলেও যখন বিটকয়েন অনচেইন লেনদেন অনেক বেশি বৃদ্ধি পায়, তখন ট্রাঞ্জেকশন এক্সিলেটারের প্রয়োজন হয় হরহামেশাই। আগে কিছু ফোরাম মেম্বার এই কাজটা ফ্রিতে করে দিত।
মাঝখানে আমার কিছু ট্রাঞ্জেকশন কনফার্ম হইতে অনেক সময় নিচ্ছিলো। পরে অনলাইন ঘাটাঘাটী করে বিষয় টা জানতে পারি। ভাবলাম অন্যদের ও যদি সেম প্রবলেম ফেস করতে হয়, তাহলে এটি থেকে তারা কিছু সাহায্য পাবে।
যাই হোক, ওরা (মাইনার) আসলে কিভাবে কম ফি এর একটা লেনদেন কনফার্ম করতে পারে? মাইনারদের কাজ হল নতুন ব্লক খুজে পাওয়া। একটি ব্লকে লেনদেনের সকল তথ্য থাকে। তবে কোন লেনদেনগুলি উক্ত ব্লকে থাকবে, মাইনার সেটা আগেই নির্বাচন করে নেয়। এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।
বিষয় টা বিস্তারিত ভাবে বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। আমিও এত ডিটেইলস এ জানতাম না। আর আমাদের সবার হয়ত মাইনারদের সাথে সেইভাবে পরিচিতি নেই, লোকাল কমিউনিটি থেকে কেউ মাইনিং করে বলে আমার তো মনে হয় না। সুতরাং যারা ফ্রি তে কাজটি করতে চান/মাইনার কারো সাথে পরিচয় নেই, তাদের জন্যই মূলত পোস্ট টা শেয়ার করা।
আর একটা বিষয় বলতে চাই, আপনাদের ট্রাঞ্জেকশন কনফার্ম না হইলে প্যানিক হবেন না। আনকনফার্মড ট্রাঞ্জেকশন গুলো মিমপুল থেকে সরে গেলে আপনার বিটকয়েন আপনার ওয়ালেট এ ফেরৎ দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনার ফান্ড লস হবে না। সময় অতিবাহিত হয়ে গেলে আপনার ফান্ড আপনি ফিরে পাবেন।