আর একটা বিষয় বলতে চাই, আপনাদের ট্রাঞ্জেকশন কনফার্ম না হইলে প্যানিক হবেন না। আনকনফার্মড ট্রাঞ্জেকশন গুলো মিমপুল থেকে সরে গেলে আপনার বিটকয়েন আপনার ওয়ালেট এ ফেরৎ দিয়ে দেওয়া হয়। সুতরাং আপনার ফান্ড লস হবে না। সময় অতিবাহিত হয়ে গেলে আপনার ফান্ড আপনি ফিরে পাবেন।
ওয়ালেট ভেদে এইখানে দুইটা কাজ করা যায়।আমি ধরে নিলাম আপনি ইলেকট্রাম ওয়ালেট ব্যবহার করছেন। সেক্ষেত্রে, আপনি যদি RBF (Replace by fee) মেথড ব্যবহার করে ফি বৃদ্ধি করে দেন, তাহলেও হয়। এর পাশাপাশি যদি আপনি যাকে বিটকয়েন পাঠিয়েছেন সে এমন ওয়ালেট ব্যবহার করে যেখানে আনকনফার্মড ইনপুট ব্যবহার করা যায়, তাহলে উনি সেখানে CPFP(Child Pays for Parent) মেথড ব্যভার করতে পারে। মানে আনকনফার্মড ইনপুট নিয়ে সে একটা ট্রাঞ্জেকশন করবেন যেখানে ফি বেশি দেয়া হবে। যখন মাইনার উক্ত ট্রাঞ্জেকশন ব্লকে যোগ করতে চাইবে, তখন তাকে অবশ্যই আগের আনকনফার্মড ইনপুট বা আপনার পাঠানো আনকনফার্মড ট্রাঞ্জেকশনটাও ব্লকে যোগ করতে হবে। এই দুইটা মেথড ব্যবহার করে যে কেউ চাইলেই একটা ট্রাঞ্জেকশন কনফার্ম করতে পারে তবে এক্ষেত্রে, এগুলো সাপোর্ট করে এমন ওয়ালেট ব্যবহার করতে হবে।