Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 25/03/2023, 16:39:36 UTC
⭐ Merited by Crypto Library (1)
আপনাকে আমি ওই কাউন্টডাউন একটি মেরিট দিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ লোকালে কোন মেরিট সোর্স নেই। অন্যান্য লোকাল বোর্ডে ১ এর অধিক মেরিত সোর্স মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত তাদের কমিউনিটিতে মেরিট দিয়ে থাকে। কিন্তু আমাদের বাংলাদেশ লোকালে কোন মেরিট সোর্স নেই, এখানকার ইউজাররা যা মেরিট আর্ন করে সেই থেকেই সামান্য কিছু কমিউনিটি তে দিয়ে থাকে। আপনি অতিসত্বর ফুল মেম্বার হয়ে যাবেন সেই শুভকামনা রইল।
+3 মেরিট প্রদান করলাম।

BitcoinDream ভাই একবার আবেদন করে প্রত্যাহার করেছিলেন। তখন তিনি সেটা পরোক্ষভাবে আমাদের দোষ দিয়েছিলেন। আমাদের এইখানে ভালো কোয়ালিটির পোস্ট থাকলে কেবল তখনই মেরিট সোর্সের জন্য আবেদন করা যায়। বিটকয়েন কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হলে তখনই আবেদন করা যেতে পারে।

জানি না আমার কথাটা আপনারা কিভাবে নিবেন। আমরা কন্সট্রাকটিভ আলোচনার চাইতে, ভাই কেমন আছেন?, আপনাকে ধন্যবাদ, আপনাকে অভিনন্দন, আপনাকে শুভেচ্ছা টাইপের পোষ্ট বেশি করে থাকি। এই দোষ আমরা কাউকে একা দিতে পারবো না। আমরা সবাই মিলে টেকনিক্যাল ডিসকাশন থেকে এসব নিয়েই বেশি পড়ে আছি। বলতে পারেন ভাই কি নিয়ে আলোচনা করবো? বেশি কিছু জানি না। সবাইকে বলবো ফোরাম এক্সপ্লোর করেন। কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। বিটকয়েনের ব্যাপারে জানতে হলে Little Mouse এই ভাইরে ধরেন। আপনাকে কেউ নিজে থেকে শিখিয়ে দিবে না। কি জানতে চান প্রশ্ন করুন।