এইটা ভুল সিদ্ধান্ত। মুদ্রাস্ফীতি যে হারে বৃদ্ধি পাচ্ছে, ব্যাংকে টাকা রাখার মানে হয় না। আপনি গোল্ড অথবা বিটকয়েন এ রাখতে পারেন। বিটকয়েন এ ডলার কস্ট এভারেজ মেথড ফলো করুন, সেটা ভালো হবে। ব্যাংকে টাকা রাখাটা বর্তমানে কেন, কোন সময়ই আসলে ভালো সিদ্ধান্ত নয়।
এটা আসলেই সত্যি যে যে হারে মুদ্রাস্ফীতি বাড়তেছে ব্যাংকে টাকা রাখা মানে টাকা বসিয়ে রেখে খরচ করা। এজন্য আমি অলরেডি একটা স্ট্রাটেজি নিয়েছি ব্যাংকে ডিপিএস না খুলে সপ্তাহে ১০ ডলার করে বিটকয়েন এই ইনভেস্ট করতেছি আশা করছি সর্বনিম্ন পাঁচ বছর পর্যন্ত এটি হোল্ড করার ধৈর্য ধারণ করতে পারব।
কিন্তু বড় ফান্ড নিয়ে ভেজালে কেননা আমি এটাও মানি যে যতটুকু হারানোর সামর্থ্যটা কি ততটুকুই ইনভেস্টমেন্ট করা যদিও বিটকয়েন সম্পূর্ণ সেফ কিন্তু এর ভোলাটিলিতিজ অনেক সময় বন্ধুত্ব স্বরূপ আচরণ করে না।
BitcoinDream ভাই একবার আবেদন করে প্রত্যাহার করেছিলেন। তখন তিনি সেটা পরোক্ষভাবে আমাদের দোষ দিয়েছিলেন। আমাদের এইখানে ভালো কোয়ালিটির পোস্ট থাকলে কেবল তখনই মেরিট সোর্সের জন্য আবেদন করা যায়। বিটকয়েন কিংবা অন্যান্য বিষয় নিয়ে ভালো আলোচনা হলে তখনই আবেদন করা যেতে পারে।
যেহেতু এটা সেলফ মডারেট থ্রেড তাই যদি BitcoinDream ভাই একটু একটিভ হন তাহলে স্প্যাম আর এক লাইনের পোস্টগুলো ডিলিট করা শুধু সময়ের ব্যাপার সেগুলো ডিলিট হয়ে গেলে আমাদের থ্রেডটা অনেকটা পরিষ্কার দেখাবে। যেহেতু বর্তমানে আমাদের বাংলাদেশ থ্রেড মোটামুটি ভালো একটিভিটি বাড়াচ্ছে ছাড়া আমাদের যোগ্য মেম্বারগণও রয়েছে মেরিট সোর্স হওয়ার জন্য তাই আমি বলব এই বিষয়টি নিয়ে আবার ভাববার সময় এসে গিয়েছে।
আর সবার নিকট অনুরোধ এক লাইনের বা স্প্যাম পোস্ট দেখামাত্রই রিপোর্ট করবেন