Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Suzume
on 29/03/2023, 16:58:43 UTC
এইখানে শেখার বেস্ট প্লেস কিন্তু আপনারা চেষ্টা না করলে এইখান থেকে কিছুই জানতে পারবেন না।


ভাই এদের শেখার কোনো আগ্রহ নেই ।। এরা হয়তো কোনো বড়ভাই এর দেখছে যে তারা bitcointalk থেকে মাসে হাজার হাজার টাকা ইনকাম করছে এই দেখে তারা এইখানে এসেছে এবং এরা কোনো চেষ্টা করছে না এরা শুধু তাদের luck try করছে যদি কোনো পোস্ট থেকে মেরিট সোর্স হয়ে যায় ।। যদি কোনো পোস্ট থেকে rank up হয়ে যায় তাহলে তো একটা ইনকাম এর ব্যাবস্থা হয়ে গেলো।। এরা এখানে কিছু শিখতে আসেনি শুধু মাত্র ভাগ্য পরীক্ষা করছে যদি লাগে যায় তাহলে তারা bitcointalk এ থেকে জবে ।। আর নাহলে কিছু দিন পর থেকে দেখবেন যে আইডি গুলো আসে কিন্তু আইডির মালিক গুলো ইন্যাক্টিভ।।