আমি আসলে জানতে চাচ্ছি যে বিটকয়েন মিক্সিং বিষয়টা আসলে কি এটি কিভাবে কাজ করে?
আপনি চাচ্ছেন কেউ আপনাকে ট্রাকিং না করুক। উদাহরন হিসেবে বলছি, ধরে নিলাম আপনি আপনার বিটকয়েন দিয়ে পর্নহাবে পেমেন্ট করবেন (ভাই, সিরিয়াসলি নিবেন না, জাস্ট মজা করেই বলা বোঝার জন্য)। আপনার বিটকয়েন দিয়ে পেমেন্ট করলে তো সবাই দেখবে আপনি পর্নহাবে পেমেন্ট করছেন। এইসব সার্ভিস কিংবা সেন্ট্রালাইজড সার্ভিসের এড্রেস পাবলিক থাকে বেশিরভাগ সময়। তো, আপনি পর্নহাবে পেমেন্ট করলে মানুষ জেনে যাবে যে speedx পর্নহাবে পেমেন্ট করছে। ব্যাপারটা নিশ্চয়ই আপনি গোপন রাখতে চাইবেন। সেক্ষেত্রে, আপনি আপনার বিটকয়েনগুলো আমাকে দিলেন। আর আমাকে নতুন একটা এড্রেস দিলেন। আমি তখন আপনাকে সমপরিমাণ বিটকয়েন পাঠিয়ে দিলাম আপনার নতুন এড্রেসে। তাহলে, speedx কে কিন্তু কেউ আর মনিটরিং করতে পারছে না। আশা করি বুঝতে পেরেছেন মিক্সিং কিভাবে কাজ করে এবং এর কাজ কি।
ভাই হয়তো আপনার একটা বিষয় বাদ পড়ে গেছে, কারণ এইসব লেনদেন গুলোর ট্রানজেকশন হ্যাস পরবর্তীতে কিন্তু দেখা যায় না এবং (১-৩)এক থেকে তিন মিনিট এর মধ্যে ভ্যানিশ(মুছে) হয়ে যায়।
তাই মিক্সার থেকে লেনদেন করলে গোপন থাকে কেউ কোনদিন বিটকয়েন খুঁজে পাবেনা (কোন এড্রেসের মালিক এর কত বিটকয়েন রয়েছে)।
এ ধরনের গোপনীয় কাজগুলোই হল বিটকয়েন মিক্সার এর মূল উৎস।