Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 30/03/2023, 06:49:57 UTC
ভাই হয়তো আপনার একটা বিষয় বাদ পড়ে গেছে, কারণ এইসব লেনদেন গুলোর ট্রানজেকশন হ্যাস পরবর্তীতে কিন্তু দেখা যায় না এবং (১-৩)এক থেকে তিন মিনিট এর মধ্যে ভ্যানিশ(মুছে) হয়ে যায়।
তাই মিক্সার থেকে লেনদেন করলে গোপন থাকে কেউ কোনদিন বিটকয়েন খুঁজে পাবেনা (কোন এড্রেসের মালিক এর কত বিটকয়েন রয়েছে)।
এ ধরনের গোপনীয় কাজগুলোই হল বিটকয়েন মিক্সার এর মূল উৎস।
ভুল। বিটকয়েন ব্লকচেইনে লেনদেনের তথ্য মুছে ফেলা অসম্ভব। সব লেনদেনের তথ্য ব্লকচেইনে অবশ্যই থাকবে এবং সেটা সবাই দেখতে পাবে। যে লেনদেনের তথ্য ব্লকচেইন এ থাকবে না সেটা ভ্যালিড না। আপনি হয়ত ভুল পড়েছেন অথবা আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে।
ট্রাঞ্জেকশন এর তথ্য গোপন রাখে শুধু প্রাইভেসি কয়েনগুলো। সবগুলো না কিংবা সবক্ষেত্রে না। যেমন মনেরো বাই ডিফল্ট অনেক তথ্য গোপন রাখে রিং সিগ্নেচার বা এই টাইপ কিছুর মাধ্যমে। আবার zec এ প্রাইভেসি অপশনাল। আপনি চাইলে একদম প্রাইভেট লেনদেন করতে পারবেন, কিংবা পাবলিক লেনদেন। ডিপওনিয়ন এর ক্ষেত্রেও একই। পাবলিক ব্লকচেইনে দেখা যাবে ওইরকম লেনদেন করতে পারবেন। আবার চাইলে ডিপসেন্ড এর মাধ্যমে প্রাইভেট লেনদেনও করা যাবে। তবে, ডিপসেন্ড সম্ভবত অনেকটা কয়েনজয়েন এর মত যেখানে অনেকেই কয়েন স্টেকিং এর মত রাখে, একজন থেকে আরেকজনের কাছে যায়।