ভাই হয়তো আপনার একটা বিষয় বাদ পড়ে গেছে, কারণ এইসব লেনদেন গুলোর ট্রানজেকশন হ্যাস পরবর্তীতে কিন্তু দেখা যায় না এবং (১-৩)এক থেকে তিন মিনিট এর মধ্যে ভ্যানিশ(মুছে) হয়ে যায়।
তাই মিক্সার থেকে লেনদেন করলে গোপন থাকে কেউ কোনদিন বিটকয়েন খুঁজে পাবেনা (কোন এড্রেসের মালিক এর কত বিটকয়েন রয়েছে)।
এ ধরনের গোপনীয় কাজগুলোই হল বিটকয়েন মিক্সার এর মূল উৎস।
@Little Mouse কথাগুলা তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলেছে যা 100% সঠিক। ব্লকচেইনে লেনদেনের তথ্য মুছে ফেলা সম্ভব নয় কিন্তু মিক্সার এর মাধ্যমে যদি আপনি লেনদেন করতে চান তাহলে আপনার প্রাইভেসি মিক্সচার কর্তৃপক্ষ রক্ষা করবে। কিন্তু ওই মিক্সার থেকে কখনো বিটকয়েন লেনদেনের হ্যাশ ডিলিট হয় না।