Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 02/04/2023, 17:15:30 UTC
⭐ Merited by Little Mouse (1)
whirlwind.money সিগ্নেচার ক্যাম্পেইন আসার পর থেকে সিনবাদ মিক্সারের পেমেন্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ছিল কারণ বেশিরভাগ কোয়ালিটি মেম্বার সিনবাদ থেকে whirldwind এ চলে গিয়েছিল। আর সেজন্য, আমিও গতকালকে বোকা হয়ে গিয়েছি। থিমসের এপ্রিল ফুলের সাথে আমি আগে থেকেই পরিচিত। কোনবারই আসলে বোকা হই নি কিন্তু গতকাল আমি প্রথমে এপ্রিল ফুল কমেন্ট করলেও পরে মনে হয়েছে সিনবাদ আসলেই রিলঞ্চ করছে।
আমি আপনার  এবং আরো  কয়েকজন  ডিটি মেম্বার এর অ্যাপ্লিকেশন দেখে বিষয়টা কি আসলে সত্যি ভেবে নিয়েছিলাম। আরও  আমিও মনে করেছিলাম যে whirlwind.money  যেহেতু  হাই পেয়িং সিগনেচার নিয়ে এসেছে  তাই বোধহয় সিনবাদও  প্রতিযোগিতায়  আগানোর জন্য  রি লাঞ্চ করেছে। এত হাই পেমেন্ট দেখে আমি মনে করেছিলাম  সিনবাদ চিপ মিক্সার এর জায়গাটি দখল করে নিল যাই হোক আফসোস হয়ে গেল বহুত আশা দেখে ফেলেছিলাম।  Roll Eyes

Quote
কেউ কি বলতে পারেন চিপমিক্সারের মালিক গ্রেফতার হয়েছে কি না? গত কয়েকদিন এইটার আপডেট আমি পড়িনি বলে কিছুই জানি না। জানলে জানাবেন।
আমি যতটুকু দেখলাম চিপ মিক্সার এর সার্ভিস গুলো খুবই শক্তিশালী অ্যানোনিমাস  পদ্ধতিতে পরিচালিত ছিল  যদিও এর আগে আমি জানতাম যে এর  মালিক অ্যানোনিমাস,  যাই হোক তবুও  কিছু কিছু সংবাদের ভিত্তিতে জানা গেছে যে
MINH QUOC NGUYEN  এই ভিয়েতনামি ব্যক্তি  চিফ মিক্সার এর ফাউন্ডার এবং তার বিরুদ্ধে অলরেডি ১৪ তারিখে  চার্জ গঠন করা হয়েছে কিন্তু এমন কোন নিউজ পেলাম না যে উনাকে গ্রেফতার করা হয়েছে।
বিস্তারিত- https://www.inquirer.com/news/chip-mixer-crypto-bitcoin-seized-ming-quoc-nguyen-charges-20230315.html
https://www.fbi.gov/wanted/cyber/minh-quoc-nguyen