Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
ahad92
on 08/04/2023, 04:49:07 UTC
হায় আপনি করছেন টা কি?
একটি কুইজের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গোপনীয়তা, আপনার এই পোস্টের মাধ্যমে কুইজের গোপনীয়তা রক্ষা হয়নি। আপনি যে স্ক্রিনশট দিয়েছেন তাতে সমস্ত উত্তর গুলো সঠিক হলে রঙিন অক্ষর হয়েছে এবং ভুল হলে লাল হয়েছে। আপনি অতি দ্রুত আপনার পোস্টের স্ক্রিনশটটি Crop করে ছোট করে শুধু স্কোর দেওয়া উচিত ছিল।

@roksana.hee
@Soka1

আপনারা যখন অন্যের কমেন্ট কোট (Qoute) করে উত্তর করবেন তখন ওই কমেন্টের মধ্যে যদি বড় ফন্টে লেখা অথবা ছবি থাকে তাহলে সেই ছবিগুলোর আকার ছোট করে আপনারা পোস্ট করবেন এতে আপনাদের পোস্ট ভালো ও আকর্ষণীয় দেখাবে। আশা করি পরবর্তীতে পোস্ট করার সময় আপনারা ছবির আকার ছোট করে দেবেন।
স্যার আমি নতুন আমাকে একটু সাহায্য করেন