Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bounty Hunter Trax45
on 08/04/2023, 06:53:59 UTC
Bitcoin Talk ফোরামে মেরিট কি Sell করা হয়?
যদি মেরিট Sell দেওয়া হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ।আমার মেরিট এর অনেক প্রোয়জন।
MY TELEGRAM CONNECT______ @bountyhuntertrax4

আমার জানামতে কেউ মেরিট সেল করে না। আর এটা সেল করার জিনিস না। আপনার মেরিট প্রয়োজন হলে ভালো কোয়ালিটির পোষ্ট করেন। এমনিতেই মেরিট পেয়ে যাবেন। মেরিট বাই/সেল নিয়ে কোনো নিয়ম না থাকলেও ফোরামের সকলেই এটার বিরুদ্ধে। আপনি যদি মেরিট কিনেন, যে সেল করবে তাকেও নেগেটিভ ফিডব্যাক দেয়া হবে, আপনাকেও দেয়া হবে। ফোরামের নিয়ম মেনে চলুন।


আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,, আমি জানতাম না কিছু,, আপনি আমাকে বলছেন,,, এখন আমি বুঝতে পারছি,, আপনি আমাকে বুজিয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ