Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Bitcoin_people
on 08/04/2023, 16:23:58 UTC
[সকলের দৃষ্টি আকর্ষণ করছি]

~snip~~
কুইজ খেলতে লিঙ্কে চাপুন https://quizzory.in.Bounty Inspectors

~~~
ধন্যবাদ যারা এই কুইজটি তৈরি করেছে। আমাদের বাংলাদেশ লোকাল থ্রেডে এই প্রথমবার কুইজের আয়োজন করা হলো ।  আমার জীবনে এই প্রথম এত ভালো একটি কুইজ খেলতে পারলাম। আসলে ও এটা পারা না পারার কোন বিষয় না বড় বিষয় হচ্ছে এই কুইজ থেকে আমি অনেক কিছু জানতে পারলাম এবং শিখতে পারলাম।
@Bounty Inspectors আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কুইজটি তৈরি করার জন্য।

শুধুমাত্র কোট করার জন্য ।
"~~~snip
আপনি যখন অন্যের পোস্ট ছবি সহ কোট করবেন তখন ছবি আকার ছোট করার প্রয়োজন হয়। ছবি আঁকার ছোট করলে আপনার পোস্ট দেখতে আকর্ষণীয় মনে হবে। ছবি কিভাবে ছোট করতে হয় আমি একটি ভিডিও সংযোজন করে দিয়েছি সেটা দেখে উপকৃত হতে পারেন।
ভিডিও লিংক: https://youtu.be/sOmOjGc0FC8

অসংখ্য ধন্যবাদ @LDL আপনার এই ভিডিওটি সত্যিই অসাধারণ হয়েছে যারা ছবি আঁকার এবং লেখার সাইজ ছোট বড় করতে জানে না তাদের জন্য। আপনাদের মত এরকম সিনিয়র যদি আমাদের বাংলা লোকাল বোর্ডে প্রতিনিয়ত থাকতো তাহলে আমরা এই ফোরামে অনেক এগিয়ে যেতে পারতাম। বিশেষ করে আপনার দেওয়া সকল ইনফরমেশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাকে প্রতিনিয়তই আমাদের সকলকে সাহায্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকজন সিনিয়র রয়েছেন তারা বর্তমানে ফোরামের ভালো একটি পজিশনে অবস্থান করেছেন। আপনারা যদি আমাদের নিয়ে বাংলা লোকাল বোর্ডে প্রতিনিয়ত একটিভ থাকেন তাহলে আমাদের এই বাংলা ল্যাঙ্গুয়েজে আরো অনেক লোক আছে যারা বর্তমানে কোন গ্লোবাল সেকশনে রয়েছে। তারাও আমাদের বাংলা ফোরামে অবস্থান নিবে এবং আমাদের বাংলা লোকাল বোর্ড অনেক শক্তিশালী হবে। কয়েকদিন যাবত আমরা দেখেছি আমাদের বাংলা লোকাল বোর্ডে অনেক সিনিয়র ভাইয়েরা অবস্থান নিয়েছে এবং তারা প্রতিনিয়তই ইনফরমেশন যুক্ত পোস্ট শেয়ার করেছে আমাদের মাঝে। এবং আমাদের বাংলা লোকাল বোর্ডে কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে পোষ্টের সংখ্যাও বাড়তে শুরু করেছে আমার দীর্ঘ বিশ্বাস আমরা সকলেই যদি এখানে একটিভ থাকি তাহলে অল্প কিছুদিনের মধ্যে বাংলা লোকাল বোর্ড সবচেয়ে আগে অবস্থান নেবে। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই আসুন আমরা সবাই মিলে একসাথে আমাদের কমিউনিটি সুন্দরভাবে সাজিয়ে নেই। ধন্যবাদ সবাইকে  Smiley