সময়কে কাজে লাগান
যদিও আমি এখানে অনেকবার পোষ্ট করেছি, কিন্তু কেউই কোনো গুরুত্ব দেয়নি এবং দেয় নাহ। আশা করতেছি, এটাতেও দিবে নাহ। কারণ সবাই নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত। যাই হোকে, এর আগেও অনেকবার বিভিন্ন নতুন প্রেজক্টে সম্পর্কে পোষ্ট করেছিলাম। সহজ ভাষায়, ভালো প্রজেক্ট এবং ভালো মানের বিনিয়োগ রয়েছে অনেক প্রজেক্টগুলোতে এবং সেগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছিলাম। যারা ব্যবহার করেছেন, তারা হয়তো সময় মতো লাভবান হবেন।
আমি যদি নিজের কথাই বলি, গতমাসের শেষ সপ্তাহে হয়ে যাওয়ার Arbitrum কিংবা $ARB টোকেনের এয়ারড্রপ কিন্তু অনেকেই পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও সেটিতে ভালো পরিমাণের এয়ারড্রপ পেয়েছি। অনেকে হয়তো পেয়েছেন কিংবা বেশির ভাগই পান নাই। এর কারণ একটাই সময় থাকতে নতুন কোনো একটি বিষয়কে হয়তো গুরুত্ব দিতেছেন নাহ।
আমি উপরের পোষ্টটি একজনকে রিপ্লাই করেছিলাম। যারাই লিংকটিতে ক্লিক করেছেন, তারা Lexer markets এর পেপার ট্রেডিং টিউটরিয়ালটি দেখেছেন। এটা বলার কারণ হইলো, আমি Arbitrum প্রজেক্টের এয়ারড্রপ পেয়েছি, শুধুমাত্র এই প্রজেক্টিতে অংশগ্রহণের মাধ্যমে।কারণ আমি ওই পেপার ট্রেডিং এ অংশগ্রহণ নাহ করলে হয়তো এটিও পেতাম নাহ। তাই সময়কে কাজে লাগান। কেননা অনেকে এয়ারড্রপ করেই $১০০,০০০ এর থেকেও বেশি ইনকাম করেছে।
এখন অনেকের হয়তো প্রশ্ন যে,
এই ভাই শুধু ইনকামের কথা বলতেছে, আমরা ইনকাম করতে পারবো। নতুন কিছু তো জানতে পারবো নাহ।এই প্রশ্ন যদি আপনার মনে আসে, তাহলে বলবো, আপনিও অন্যান্য ফোরাম ব্যবহারকারীদের মতো এখন ক্রিপ্টোকারেন্সির আদিমযুগে বসবাস করতেছেন।

আমি নিজেই একটি বিষয় লক্ষ্য করেছি যে, এই ফোরামের ব্যবহারকারীরা নিত্যনতুন ডেভেলপমেন্ট কিংবা আবিষ্কার সম্পর্কে খুব কমই জানেন । শুধু বিটকয়েন এবং পুরাতন সেরা অল্টকয়েন নিয়েই পইড়া আছে। কথাটা তেতো হইলেও সত্য
কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:EigenLayer:
https://twitter.com/officialbitbyte/status/1644413930314530816Base:
https://twitter.com/officialbitbyte/status/1644120468952326144Syncswap:
https://twitter.com/officialbitbyte/status/1644021297373151237KTX Finance:
https://twitter.com/officialbitbyte/status/1641522875097321472Scroll:
https://twitter.com/officialbitbyte/status/1634896736132173825Mantle:
https://twitter.com/officialbitbyte/status/1613188103732355074ZetaChain:
https://twitter.com/officialbitbyte/status/1584216060206538752প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:Arbitrum:
https://twitter.com/officialbitbyte/status/1639750888574312448Level:
https://twitter.com/officialbitbyte/status/1642664035136204800Liondex:
https://twitter.com/officialbitbyte/status/1641786140847120385Deploying Smart Contract:
https://twitter.com/officialbitbyte/status/1643749266459086848