Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Mr.corol
on 09/04/2023, 05:10:35 UTC
আমি উপরের পোষ্টটি একজনকে রিপ্লাই করেছিলাম। যারাই লিংকটিতে ক্লিক করেছেন, তারা Lexer markets এর পেপার ট্রেডিং টিউটরিয়ালটি দেখেছেন। এটা বলার কারণ হইলো, আমি Arbitrum প্রজেক্টের এয়ারড্রপ পেয়েছি, শুধুমাত্র এই প্রজেক্টিতে অংশগ্রহণের মাধ্যমে।কারণ আমি ওই পেপার ট্রেডিং এ অংশগ্রহণ নাহ করলে হয়তো এটিও পেতাম নাহ। তাই সময়কে কাজে লাগান। কেননা অনেকে এয়ারড্রপ করেই $১০০,০০০ এর থেকেও বেশি ইনকাম করেছে।
আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারি‌না কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।


কিছু ভালো প্রজেক্টের লিংক নিচে দিয়ে গেলাম, যারা ইচ্ছা দেখতে পারেন:
Snip
প্রজেক্ট নিয়ে কিছু বিশ্লেষণ এবং DeFi এর কলাকৌশল:
Snip
আমি চেষ্টা করেছি এই প্রজেক্টগুলো করার, কোন টিউটোরিয়াল না জানার কারণে ব্যর্থ হয়েছি। এই পোজেটগুলো করার যদি কোন টিউটোরিয়াল থাকে ,তাহলে যদি আমাদের মাঝে শেয়ার করতেন অনেক কৃতজ্ঞ হতাম।