Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
BD Crypto
on 09/04/2023, 05:39:29 UTC
আমি এখন পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০ টার মত এয়ারড্রপ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হল আজ পর্যন্ত আমি একটা পেমেন্ট পাইনি। মাঝখান থেকে শুধু আমার একটা ওয়ালেট হ্যাক হয়ে গিয়েছে। এর জন্য এয়ারড্রপ করতে ভয় করে। নতুন তাই বুঝতে পারি‌না কোন এয়ারড্রপ ভালো হবে কোন এয়ারড্রপ করলে ওয়ালেট হ্যাক হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।
@Review Master ভাই আগেও আমাদের মাঝে শেয়ার করেছেন আমরা গুরুত্ব দেইনি। যখন ভালো এয়ারড্রপ আসে তখন যদি আমাদের মাঝে একটু শেয়ার করে দিতেন, তাহলে অনেক কৃতজ্ঞ হতাম। আপনি যে এয়ারড্রপ গুলি আমাদের মাঝে শেয়ার করবেন ইনশাআল্লাহ সেই এয়ারড্রপ করার চেষ্টা করব।

১. ভাই আপনি হয়ত জানেন সব প্রজেক্ট পেমেন্ট করেনা। আর এমন অনেক প্রজেক্ট এ আপনি জয়েন করেছেন যারা এখনো তাদের Airdrop ডিস্ট্রিবিউশন সম্পর্কে কোন Announcement করেনি।
আরেকটা ব্যাপার হল আমরা অধিক সময় Potential Airdrop এ জয়েন করি মানে সম্ভাব্য Airdrop তাই এগুলে ভবিষ্যতে Airdrop দিতে পারে এই ধারণা থেকেই আমরা জয়েন করি। তাই আশা করি ভাল প্রজেক্ট গুলাতে জয়েন করতে থাকেন খুব শীঘ্রই আপনিও আলহামদুলিল্লাহ বলবেন।

২. ভাই Scam Airdrop সাইটে ওয়ালেট কানেক্ট করলে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে যেমন আমি অলরেডি ZkSync, Arbitrum ও PawZone এর Scam সাইট সম্পর্কে পোস্ট করেছি । এগুলা থেকে সাবধান থাকতে হবে আর অবশ্যই অফিসিয়াল একাউন্টের Announcement ফলো করবেন। অনেক প্রজেক্ট এর ই Fake একাউন্ট থেকে Pishing Airdrop Site শেয়ার করে।
বিস্তারিত জানতে এই পোস্ট গুলা দেখতে পারেন:

1. [Warning] Don't Connect Your Wallet With This Scam ZkSync Airdrop Website
2. [SCAM ALERT] FAKE ARBITRUM PRESALE AND AIRDROP ONGOING (NEVER JOIN PRESALE)
3. [WARNING] Scam Airdrop Site For PAW Token (Don't Connect Your Wallet)

৩. আর আপনি Airdrop টিউটোরিয়াল এর জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন যেমন BestEarningTips, Airdrop Inside এছাড়া Review Master ভাইয়ের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমরা বাঙালি অনেক ভাই জয়েন আছি ও একসাথে কাজ করছি

টেলিগ্রাম গ্রুপ লিংক : https://t.me/bitbytecrypto

আশাকরি গ্রুপে সবার সাথে আলোচনা করে কাজ করতে পারবেন এবং গ্রুপে অনেক সাপোর্ট পাবেন।