Post
Topic
Board Other languages/locations
Merits 4 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 09/04/2023, 21:58:35 UTC
⭐ Merited by tjtonmoy (2) ,Crypt0S0ul (2)

বি:দ্র: আমি গত একমাসের সকল পোষ্ট পড়ার পর, এই দুইপোষ্টে রিপ্লাই দেওয়া মনে করলাম



প্রথমে আসি এইটা কি এবং কিভাবে কাজ করে।

এক্ষেত্রে, যদি আপনার কোন পরিচিত মাইনার থাকে যারা নিয়মিত ব্লক পেয়ে থাকে তাদের বললেই তারা আপনার লেনদেনে ফি কম হলেও পরবর্তী ব্লকে এড করে দিতে পারবে।

বিষয়টি মোটেও এমন নাহ। যেকোনো ব্লকচেইনে মাইনাররা নিজের ইচ্ছায় কোনো কিছু করে নাহ, বরং কম্পিউটিং পাওয়ার দিয়ে ব্লক কনফার্মের সময় যেকসল ট্রান্সজেকশনে মাইনার টিপ দেয়া থাকে কিংবা বেশি ফি দেওয়া থাকে। সেগুলো মাইনারদের মাইনিং মেশিনগুলো অটো নিয়ে নেয়। আপনি যদি যেকোনো বিটকয়েনের ট্রান্সজেকশন দেখেন, তাহলে দেখবেন তারা ব্লক কনফার্মের পাশাপাশি মাইনটিং টিপ পেয়ে থাকে। আর সকল বিটকয়েনের মাইনিং শেষ হলে, মাইনাররা মাইনিং করবে কি নাহ, সেটি উত্তরও এটি।

এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন।  Wink



কিভাবে BTC অন্যান্য ব্লকচেইনের সাথে সংযোগ স্থাপন করে?

এখন omnichain ট্রান্সজেক্টশন নামক পদ্ধতি চালু হয়েছে, যেখানে আপনি বিটকয়েন ব্লকচেইন থেকে অন্যান্য EVM Chain ব্লকচেইনে ক্রিপ্টো ব্রিজ কিংবা লেনদেন করতে পারবেন।