Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 10/04/2023, 18:01:01 UTC
⭐ Merited by Crypt0S0ul (1)
এখন আসি বিকটয়েন এক্সিলেরশনের বিষয়টি, যেমনটা বললাম মাইনটিং টিপ অনুযায়ী মাইনাররা ট্রান্সজেকশনকে নিয়ে থাকে, নিজের ইচ্ছায় কখনো নেয় নাহ। এটি স্ক্রিপ্টের মতো বলতে পারবেন, কিংবা প্রোগ্রামিং এর লজিকের মতো। যখন আমরা এক্সিলেরশনের সাইটগুলো ব্যবহার করি, তখন ওয়েবসাইটগুলো তাদেরক পার্টনার মাইনিং ফার্মগুলোকে ট্রান্সজেকশনটি পাঠায় এবং আপনি নিজের অজান্তেই অল্প হলেও কিছু মাইনিং টিপ দিয়ে দেন। আপনি যেমন এক্সিলেরশন করতেছেন, তেমন অন্যান্য ব্যবহারকারীও করতেছে। তার মানে যদি ঘন্টায় ১০ টা এক্সিলেরশন রিকুয়েস্ট হইলে মাইনারগুলো একটি ভালো মানের মাইটিং টিপ পেয়ে যায়, যদিও মাইনিং টিপগুলো কম হয়েও থাকে। সর্বমোটে কিন্তু ভালো একটি এমাউন্ট হয়ে থাকে। তখন মাইনার সেই এক্সিলেরশনের ট্রান্সজেকশনগুলো কনফার্ম করায়। এই হলো আসলো কাহিনী। আশা করি বিষয়টি আপনি এবং অন্যান্য ব্যবহারকারীরা বুঝতে পেরেছেন।  Wink

এইখানেও আপনি ভুল বলছেন। ট্রাঞ্জেকশন এক্সিলারেশন খুব কম সাইট করে থাকে ফ্রি তে। উদাহরন হিসেবে আমি viabtc নিয়ে বলি। ওরা প্রতি ঘন্টায় একটা ট্রাঞ্জেকশন ফ্রিতে এক্সিলারেশন করে।

আচ্ছা, আপনি বলছেন অনেকগুলো ট্রাঞ্জেকশন একসাথে নিলে তারা মোটামুটি মাইনিং ফি পায়। কিন্তু তারা কেন সেসব ট্রাঞ্জেকশন নিবে যেখানে মিমপুল থেকে ট্রাঞ্জেকশন নিলে তারা আরো বেশি ফি পাবে?
আপনি যতগুলো তথ্য দিয়েছেন সেগুলো আরো আমার কথাগুলো সত্য প্রমাণে আর অধিক সহায়তা করলো  Grin সেজন্যই প্রথমে ধন্য থেকে বাদ করে দিলাম (ধন্যবাদ)।


বি:দ্র: সময় খুব কম থাকায়, আমি যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে সম্ভব বলার চেষ্টা করেছিলাম। যেন আপনার মতো কেউ বিষয়টি নিয়ে রিপ্লাট দেয়। নাকি নিজেদের মধ্যে মতবিনিময়ে ব্যস্ত থাকে।  Grin এখন সকল বিষয়ের উত্তর দেই, বাকি আপনার উপর তথ্য যাচাইবাচাই করার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার। Wink


প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।


আমি পুরো পেজের ক্রিন্টশট নিয়েছে এবং মার্ক করে দিয়েছি। সেগুলো যেয়ে একটু দেখে আসুন।
  • প্রথমত viabtc ঘন্টায় ১০০ টার মতো এক্সিলেরশন করে থাকে
  • তারা উল্লেখ করেই দিয়েছে যে, তারা ০.০০০১ বিটিসি প্রতি কেবি সাইজের জন্য নিবে এবং সেটি ০.৫ কেবি এর সমান কিংবা কম হতে হবে। বাকিটা আপনি এখন হিসাব করে নিয়েন
  • তারা এটিও উল্লেখ করেছে যে, ট্রান্সজেকশন এক্সিলেরশন করার পর সেটি ক্যানসেল করা পসিবল নাহ, তার মানে এক্সিলেরশনের ট্রান্সজেকশনটি তারা সাথে সাতে মিমপুলে পাঠিয়ে দেয়। নইলে আপনি নিজের ওয়ালেটে ট্রান্সজেকশনের মাধ্যমে ট্রান্সজেকশন কিন্তু ক্যান্সেল করতে পারেন। 
  • সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।
  • সর্বশেষ প্রশ্নের উত্তর হয়তো সঠিকভাবে বলতে পারবো নাহ, কারণ আমি এখন যেটায় বলবো সেটা হয়তো মনগড়া মনে হতে পারে সবার কাছে। তবে একটি বিষয় হলো, আপনি কোনো একটি ব্লকচেইন ব্যবহার করতেছেন এবং সেখানে শুধু হোয়েলসরাই সুবিধা ভোগ করতে পারে। তাহলে সাধারণ ব্যবহারকারীর জন্য সেই ব্লকচেইনের সুযোগ সুবিধা কী? আমি এই প্রশ্নে সঠিক উত্তর আরো বিশ্লেষণ শেষে দিবো।

আর সবচেয়ে বড় কথা হলো, মাইনার কত তাড়াতাড়ি ব্লক কনফার্ম করতে পারবে, সেটি নির্ভর করে তার হ্যাসরেটের উপর। যদি অন্যান্য মাইনিং পুলের তুলনায় তার হ্যাসরেট বেশি হয়, তাহলে সেটি তাড়াতাড়ি ব্লক কনফার্ম করতে পারবে। ।এখন আপনি যে, মিমপুল এবং ক্যান্ডিডেট ব্লকের কথা বললেন, সেগুলোর সাথে আমার উপরের দেওয়া মিলিয়ে নিয়েন। আসলে কথা সঠিক নাকি ভুল বলেছি। হয়তো সংক্ষেপে বলতে যেয়ে অনেক কিছুই বাদ দিয়েছি। কিন্তু ভুল বলার চেষ্টা কখনোই করি নাই।



একজন মাইনার কি চাইলে আমার ট্রাঞ্জেকশন কম ফি দেয়া সত্ত্বেও ব্লকে যোগ করতে পারবে?
হ্যা পারবে। আমরা উপরে পড়ে এসেছি যে আমাদের ট্রাঞ্জেকশনগুলো প্রথমে মিমপুল এ থাকে। পরবর্তীতে মাইনাররা যখন ক্যান্ডিডেট ব্লক তৈরী করে তখন মিমপুল থাকে যে কোন ট্রাঞ্জেকশন নিতে পারবে। সাধারনত, মাইনাররা যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলোই নিয়ে থাকে। আর এইটা অটোমেটিক প্রসেস। মানে ম্যানুয়ালি কিছুই করতে হয় না। কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে।

আমি কিছু রেফারেন্স দিয়ে দিচ্ছি।
https://link.medium.com/iUWN1bbTRyb
Chapter 8. Mining and Consensus- https://www.oreilly.com/library/view/mastering-bitcoin/9781491902639/ch08.html

That mean if I am a miner can I add my transaction to candidate block?
Yes. If you are a miner, you can preferentially choose your own transactions to be added to your candidate block.

can they pick any valid transactions with significantly low fee?

Sure. But they will earn less bitcoin if they do. Since miners need to pay for the mining equipment, internet connectivity, electricity and possibly employees that they use, and mining pools need to pay for their servers, network connectivity, electricity, and mining participants, they need to earn as much bitcoin as they can. If they fail to earn enough bitcoin to pay for all the costs, then they will run out of money and have to stop.
আশা করি কারো কোন কনফিউশন থাকলে সেটা আর থাকবে না।

আমার মার্ক করে দেওয়া, আপনার কথাগুলোই আরেকবার আমার কথার সাথে মিলিয়ে দেখা দরকার। কেননা আমি একই কথা শুধুমাত্র সংক্ষেপে বলেছি। আর শেষ যে কথাটি বলেছেন যে,
Code:
কিন্তু কোন মাইনার যদি চায় যে সে বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশন না নিয়ে অন্য ট্রাঞ্জেকশন নিবে সেটাও সম্ভব, শুধু তার সফটওয়্যার এর কোড পরিবর্তন করতে হবে।
এখন আমার প্রশ্ন, আসলেই সকল মাইনার কি কোড পরিবর্তনের জন্য বসে রয়েছে? কিংবা এক্সিলেরশনগুলো কি এমন কোড পরিবর্তনের মাধ্যমে করা হয়?

আমার তো মনে হয় নাহ, তারা মাইনাররা মেইনটেন্স ছাড়া এমন কোড পরিবর্তনের জন্য বসে থাকবে। আর যদি মাইনাররা এমন কোড পরিবর্তন করতে থাকে, তাহলে বিটকয়েনের ব্লকচেইন কী আদৌ ডিসেন্ট্রালাইজ থাকবে? কারণ আমার পরিচিত মাইনারের হ্যাসরেট বেশি। আমি চাইলেই চুরি করা বিটিসি কিংবা অবৈধ বিটিসি তাকে রিকুয়োস্ট করে জলদি কনফার্ম করায় নিলাম। এরপর মিক্সার ব্যবহার করে, লাপাতা। ( শুনতে কিছুটা হাস্যকর লাগলেও সম্ভব কিন্তু)  Grin

সর্বশেষে এটি বলবো যে, মাইনাররা চাইলে হয়তো আপনার কিংবা আমার ট্রান্সজেকশন এড করতে পারবেন। কিন্তু এক্সিলেরশন করা ট্রান্সজেকশনগুলো অটোমেটেড নাকি এমন মাইনারদের দ্বারা কোড পরিবর্তন করে সংযুক্ত করা হয়।  Wink

আরো একটি বিষয়, আমরা চাইলে এটি নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলতে পারি, আসলে কোনটা সত্য। কারণ আমরা অনলাইনে কিংবা বিভিন্ন সোর্স থেকে যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে উত্তর দিতেছি। যদি কোনো বড় মাইনিং পুল এটির উত্তর দেয়, তখন আসলে কার কথা সঠিক সেটি জানা যাবে।  Grin