প্রথমেই আসি আমি আসলে ভুল বলেছি কি নাহ। প্রথমত আপনার উদাহরণ দেওয়া viabtc একজনকে ঘন্টায় ১টি মাত্র এক্সিলারেশন করতে দেয়। এর মানে এইনাহ যে, তারা শুধুমাত্র একটায় এক্সিলারেশন করে থাকে। ঘন্টায় ১০০ টা সর্বমোট এক্সিলারেশন করে থাকে। প্রয়োজনে তাদের ওয়েবসাইটে দেখেন। আর আপনি বিশ্লেষণ কিংবা রিসার্চের সময় হয়তো FAQ ( Frequently Asked Question) দেখার কথা ভুলে গিয়েছেন, কারণ তারা তাদের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে যেটি দেখলেই আপনার শেষের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
আমি মনে হয় আপনাকে বোঝাতে পারিনি। আপনার জন্য তিনটি প্রশ্ন রাখলাম।
১. এক্সিলারেশন কখন প্রয়োজন হয়?
২. নরমালী মিমপুল থেকে ক্যান্ডিডেট ব্লকের জন্য যেসব ট্রাঞ্জেকশন এ ফি বেশি দেয় সেগুলি নেয়া হয়। তাহলে viabtc কিভাবে একটা ট্রাঞ্জেকশন এক্সিলারেট করে যদি তারা বেশি ফি দেয়া ট্রাঞ্জেকশনগুলোই এড করে?
৩. viabtc ঘন্টায় ফ্রি ট্রাঞ্জেকশন এক্সিলারেট ছাড়া পেইড এক্সিলারেট করে, সেটা কি এবং কিভাবে কাজ করে?
viabtc ঘন্টায় ১০০ টা (আমি ভুলে একটা বলেছি) ফ্রি এক্সিলারেট করে। মানে, এক্সিলারেট করতে তাদেরকে কোন ফি দিতে হয় না। এরপর আর কেউ চাইলে ফি দিতে হয়। আপনি যদি একটা ট্রাঞ্জেকশন এ ফি বেশিই দেন, তাহলে আবার viabtc কে ফি দেয়ার দরকার নেই। এইটা এমনেই কনফার্ম হবে। আবার যদি কম ফি দেন, এবং এক্সিলারেশন এর শরণাপন্ন হন তাহলে যারা এক্সিলারেট করবে তাদের সফটওয়্যার মডিফাই করা লাগবে।
এই তিনটা প্রশ্নের উত্তর আপনি যথার্থভাবে বলতে পারলে আশা করি আমার আগের পোস্ট এর অর্থ যথার্থ বুঝবেন।
সবচেয়ে বড় বিষয় হলো, আপনি কিংবা অন্যান্যরা ভাবতেছেন যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশন শুধুমাত্র viaBTC মাইনার দ্বারা ব্লক কনফার্ম হলেই ট্রান্সজেকশন কনফার্ম হবে। আসলে সেটি মোটেও নাহ। কেননা তারা বলে দিয়েছে যে, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনটি অন্যান্য মাইনিং পুলের কনফার্ম করা ব্লকেও কনফার্ম হতে পারে। সহজ ভাষায়, এক্সিলেরশন করা ট্রান্সজেকশনকে গুরুত্ব দেয়া হয় অটো ক্রিপ্টের মাধ্যমে এবং এটির মাইনিং টিপ কম হোক অন্যান্যদের তুলনায়।
যদি অন্যান্য ব্লকে ট্রাঞ্জেকশন কনফার্ম করাই থাকে? তাহলে সেখানে কনফার্মেশন কিংবা এক্সিলারেশন কোনটার ব্যাপার আসবেই বা কেন? একটা ট্রাঞ্জেকশন একটা ব্লকে এড হলেই সেটা মোটামুটি কনফার্ম যদি না সে ট্রাঞ্জেকশন এর উৎপত্তি তথা ইনপুট এ কোন গড়বড় থাকে। মাইনিং এর প্রসেসটা আশা করি জানেন। আমরা যখন একজনকে বিটকয়েন পাঠাই তখন সেটা ব্লকে এড হয় না। সেটা মিমপুলে থাকে। মিমপুল থেকেই ক্যান্ডিডেট ব্লকের জন্য ট্রাঞ্জেকশন নির্বাচন করা হয়। সেখানে আপনি চাইলে যে কোন ভ্যালিড পেন্ডিং ট্রাঞ্জেকশন এড করতে পারবেন, ইভেন জিরো ফি ট্রাঞ্জেকশন।
এখন আমার প্রশ্ন, আসলেই সকল মাইনার কি কোড পরিবর্তনের জন্য বসে রয়েছে? কিংবা এক্সিলেরশনগুলো কি এমন কোড পরিবর্তনের মাধ্যমে করা হয়?
বসে রয়েছে বললে ভুল হবে তবে অনেকেই সেটা করে থাকে। viabtc করে। হয়ত তাদের আলাদা কোড সেট আপ আছে। এক্সিলারেশন এর ব্যাপারে আপনি উপরের ৩টি প্রশ্নের সঠিক উত্তর জানা জরুরি।
কারণ আমার পরিচিত মাইনারের হ্যাসরেট বেশি। আমি চাইলেই চুরি করা বিটিসি কিংবা অবৈধ বিটিসি তাকে রিকুয়োস্ট করে জলদি কনফার্ম করায় নিলাম। এরপর মিক্সার ব্যবহার করে, লাপাতা। ( শুনতে কিছুটা হাস্যকর লাগলেও সম্ভব কিন্তু) Grin
অবৈধ কোন বিটকয়েন এর ট্রাঞ্জেকশন কোন ব্লকে এড করা হয় নাই বা ইনভ্যালিড বলে কোন নোড এক্সেপ্ট করে নাই ওই ট্রাঞ্জেকশন এইরকম রেকর্ড দেখাতে পারবেন না। আবারও বলছি আপনি কিছু ভুলের মধ্যে আছেন অথবা আমি আপনাকে বোঝাতে সক্ষম হই নি। আর যদি ব্লকচেইনে একজন বিটিসি চুরি করেছে বলে সে ট্রাঞ্জেকশন সবাই ডিনাই করে, তাহলে সেটা কখনোই ডিসেন্ট্রালাইজড না ভাই। ইথেরিয়াম এর ইতিহার পড়ুন। কেন এবং কোথা থেকে ইথেরিয়াম ক্ল্যাসিক জন্ম হয়েছে দেখেন। ব্লকচেইন জানে না একটা ট্রাঞ্জেকশন কি চুরি করা নাকি হ্যাকিং করা। ব্লকচেইন চিনে ইনপুট এবং আউটপুট। যদি ইনপুট এবং আউটপুট ঠিক থাকে এবং পর্যাপ্ত ফি দেয়া হয় লেনদেন, তাহলে সেটা ব্লকে এড হবেই। বাইন্যান্স এর ৭০০০ বিটকয়েন হ্যাক রোলওভার করে ব্যাক করতে চেয়েছিল। পেরেছিল কি? না। কারণ এইটা ডিসেন্ট্রালাইজড চেইন। এইখানে ট্রাঞ্জেকশন এর সত্যতা কথা বলবে, ট্রাঞ্জেকশন মালিক কে সেটা না। সত্যতা বলতে ইনপুট আউটপুট লেজার অনুযায়ী ঠিক কি না সেটা।
আরো একটি বিষয়, আমরা চাইলে এটি নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলতে পারি, আসলে কোনটা সত্য। কারণ আমরা অনলাইনে কিংবা বিভিন্ন সোর্স থেকে যেসব তথ্য পাচ্ছি, তার ভিত্তিতে উত্তর দিতেছি। যদি কোনো বড় মাইনিং পুল এটির উত্তর দেয়, তখন আসলে কার কথা সঠিক সেটি জানা যাবে। Grin
ইন্টারন্যাশনাল একটা আলোচনার লিংক আপনাকে দিয়েছি। আপনি মনে হয় সেটা পড়েন নাই

আপনার রেস্পন্স এর পর গতকাল আমি এইটাতে অনেক সময় দিয়েছি। এত সময় দেয়ার পিছনে কারণ একটাই- যাতে যারা এইটা পড়ছে তারা ভুল না শিখে। আশা করি আপনিও একই কাজ করবেন। মানুষ দ্বিধায় পরে যাচ্ছে ভাই।