ভাই তুই মেরিট বিক্যায় দে আমারে
ভাই এটা কেমন ধরন এর কথা আমি কি আপনাকে খারাপ কোনো কথা বলেছি যে আপনি আমাকে তুই তোকারি করছেন।। আমি শুধু মাত্র আপনাকে একটা মতামত প্রদান করেছি যদি আপনি মানেন তাহলে আপনার জন্য ভালো না হলে আপনি মানবেন না ।। আপনার এই ধরনের ব্যাবহার এবং কথা বাত্রা দ্বারা আপনি ফোরাম এ টিকে থাকতে পারবেন না ।।
সকল এর দৃষ্টি আকর্ষণ করছি
এখানে আমার অনেক সিনিয়র ভাইরা আছেন আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি যে আমি @ahad92 ভাই কে কোনো প্রকার খারাপ মতামত প্রদান করেছি বা আমার মতামত এ কোনো প্রকার খারাপ কথা ব্যাবহার করেছি ।। যদি আমার কথাতে @ahad92 ভাই এর খারাপ লেগে থাকে তাহলে আমি আপনাকে অত্যান্ত দূক্ষের সাথে বলছি যে আমি আপনার কাছে ক্ষমা চাইতে পারলাম না।। কারণ এখানে আমার কোনো দোষ নাই ।। এর ভাই আপনি একটা কথা মনে রাখবেন
সত্য কথা always তিতা লাগে।। আর ভাই কথা বাত্র একটু মানসম্মত করার চেষ্টা করেন কারণ আমি আগে থেকে আপনার পূর্ব পরিচিত না যে আপনি আমাকে তুই তোকারি করবেন।। আর সত্যি কথা বলছি তো তাই কষ্ট লাগসে ।। ভাই নেক্সট টাইম request থাকলো কথা একটু মানসম্মত পোস্ট করবেন ।।