Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
Little Mouse
on 12/04/2023, 12:42:04 UTC
⭐ Merited by LDL (1) ,Learn Bitcoin (1)
@ Little Mouse ভাই সহ বেশ কয়েকজন যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাহলে মনে হয় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আলাদা বোর্ড পেতে পারে। এটা আমার মন গড়া কথা বললাম, তবে চেষ্টা করলে ক্ষতি কি। আমাদের বাংলাদেশ লোকাল অন্যান্য লোকালদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই এই সময় চেষ্টা করলে মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে।
@DTalk অনেক আগে theymos কে মেসেজ দিয়েছিল। তখন থিমস বলছে একটা petition টপিক শুরু করতে বলেছিল। যদি পর্যাপ্ত সাপোর্ট ওই টপিকে পায়, তাহলে থিমস আলাদা বোর্ড দেবে বলছে। এখন টপিক ক্রিয়েট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে সাপোর্ট দেয়ার জন্য পর্যাপ্ত হাই র‍্যাংক আমি মনে করি নাই। আমাদের এই সেকশন থেকে ৮-১০ জন হিরো লিজেন্ডারি মেম্বারের পাশাপাশি মোটামুটি ২৫-৩০ জন ফুল মেম্বার+ সাপোর্ট পেলে বোর্ড পাওয়া যাবে। বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র‍্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।

বি:দ্র: বর্তমানে যে এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে কেবল তখনই আমরা লোকাল বোর্ড আশা করতে পারি।