এখন টপিক ক্রিয়েট করা যায় কিন্তু সমস্যা হচ্ছে সাপোর্ট দেয়ার জন্য পর্যাপ্ত হাই র্যাংক আমি মনে করি নাই। আমাদের এই সেকশন থেকে ৮-১০ জন হিরো লিজেন্ডারি মেম্বারের পাশাপাশি মোটামুটি ২৫-৩০ জন ফুল মেম্বার+ সাপোর্ট পেলে বোর্ড পাওয়া যাবে। বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।
বি:দ্র: বর্তমানে যে এক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে, এটার ধারাবাহিকতা খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকলে কেবল তখনই আমরা লোকাল বোর্ড আশা করতে পারি।
আপাতত আমাদের এখানে
Little Mouse (legendary)
Shasan (Legendary)
BitcoinDream (legendary)
Malekbaba (legendary)