আপাতত এ বছর আমাদের এ লোকাল বোর্ডে এক্টিভিটি ও পোস্টের সংখ্যার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এবং আমাদের কিছু পুরাতন ইউজার আছে তাদেরকে পুনরায় আমাদের এই ফোরামে একটিভ করতে হবে। তারা যদি একত্রে আবার একটিভ হয় তাহলে আমাদের হাইপ্রোফাইল র্যাংকের মেম্বার সংখ্যা বৃদ্ধি পাবে ফলে Petition থ্রেড তৈরি করলে অবশ্যই তাদের সাপোর্ট পাওয়া যেতে পারে। তাই আমরা যারা পোটেনশিয়াল মেম্বার আছি তাদের রেংক পরিবর্তন হলে অবশ্যই আগামীতে আমরা আলাদা স্বতন্ত্র লোকাল বোর্ড পাব ইনশাআল্লাহ।
NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ভাই আমরাও চাই আমাদের একটা নিজস্ব সতন্ত্র লোকাল বোর্ড থাকুক ।। ভাই আমি আপনার সাথে একমত আমাদের সকল কে একত্রে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।। আমি তো চেষ্টা করছি আমি নতুন হিসাবে অনেক কিছু শিখেছি এবং প্রতিনিয়ত শিখছি ।। ইনশাআল্লাহ আমার মতে যদি সকলে এক সাথে টিকে থাকি এবং একে অপরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাতে থাকি তাহলে আমরা খুব শীগ্রই হয়তোবা আমাদের সতন্ত্র লোকাল বোর্ড পেটে পারি।।