Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 12/04/2023, 16:08:26 UTC
⭐ Merited by LDL (1)
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের বাংলা লোকাল ল্যাঙ্গুয়েজ থ্রেডে পোস্ট সংখ্যা বেশ কয়েকটি লোকাল থেকে অনেক অনেক বেশি তবুও মেরিট সেন্ডার ও রিসিভার এর জায়গায় আমাদের বাংলাদেশ লোকাল বোর্ডের কোন স্থান নেই। এই কথা শুধুমাত্র @Little Mouse ভাই ছাড়া আর কেউ তুলে ধরে নাই। তবে একটি বিষয় হচ্ছে মাঝির সাথে যদি মাল্লা ঠিকমতো হেইও না বলে তবে কিন্তু নৌকা জোরে চলেনা।@ Little Mouse ভাই সহ বেশ কয়েকজন যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে তাহলে মনে হয় বাংলাদেশ লোকাল ল্যাঙ্গুয়েজ আলাদা বোর্ড পেতে পারে। এটা আমার মন গড়া কথা বললাম, তবে চেষ্টা করলে ক্ষতি কি। আমাদের বাংলাদেশ লোকাল অন্যান্য লোকালদের চেয়ে অনেক বেশি এগিয়ে আছে। তাই এই সময় চেষ্টা করলে মনে হয় সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে।

কিছু ইনফরমেশন এখান থেকে নেওয়া হয়েছে: https://bitcointalk.org/index.php?topic=5231446.msg62071348#msg62071348

২০২১ সালেই রিকাফিপ বলেছিলো কেউ যদি এই তথ্যটা মেনুয়ালী কলেক্ট করে তাকে দিতে পারে, তাহলে সে তার থ্রেড এ এটা প্রকাশ করবে। কিন্তু সময়ের অভাবে আর কেউ ডাটা দিতে পারেনি। মেনুয়্যালী সব গুলা পোষ্ট চেক করে করে মেরিট গনতে হবে, তারপর সেটা রিকাফিপ কে দিতে হবে। কেউ যদি দিতে পারেন, তাহলে ভালো হবে।

Glad to hear that you find my charts useful. By the way, merit per local board and merit/post ratio charts have been updated with the correct data. Regarding the merit senders/receivers data for the Bangladesh board; if you can manually check that out at the end of each month and give me the data, I  can add that one as well.

Quote
Learn bitcoin (Member, potential full member)
আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি একটিভ থাকার। ইনটারন্যশনাল কিছু মেম্বারদের সাথে সবাই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে পারেন। এটা অনেক ইফেকটিভ হবে। লোকাল বোর্ড এবং মেরিট সোর্স এর আবেদনে তারা সাপোর্ট করবে বলে আশা করি। আমি GazetaBitcoin সাথে একটু আলাপ করছিলাম। সে আমাকে আশা দিয়েছে লিটল মাউস ভাই যদি এপ্লাই করে, সে এপ্লিকেশন সাপোর্ট করবে। লিটল মাউস ভাই তার সাথে আগেও কোলাব করে কাজ করেছেন।