Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Crypto Library
on 12/04/2023, 19:57:36 UTC
বারবার আবেদন না করে আমার মনে হয় পর্যাপ্ত মেম্বার হওয়ার পর আবেদন করাই ভালো হবে। আমি চাচ্ছি আরো কিছু মেম্বার র‍্যাংক আপ করুক, আরো কিছু মেম্বার এক্টিভ হউক। তাহলেই আমরা আবেদনে পর্যাপ্ত সমর্থন পাবো এবং আমাদের আবেদনের ওয়েট থাকবে, যা থিমস ফেলে দিতে পারবে না। অন্যান্য মেম্বারদের মতামত আশা করছি।
সেটাই উত্তম হবে কারণ একবার আবেদন করার পর রিজেক্ট হয়ে আছে আমি মনে করি ধৈর্য ধরে আরো শক্তিশালী হওয়ার জন্য অপেক্ষা করা ভালো না হলে আবার রিজেকশন পেয়ে হাসি তামাশার শিকার হওয়ার দরকার নেই। আগের থেকে এক্টিভিটি বেড়েছে অনেক নতুন মুখ দেখা গিয়েছে যারা খুব ভালো দক্ষতা দেখিয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে আরো কিছুদিন আমরা ওয়েট করি হয়তো ধৈর্যের ফল মিষ্টি হবে। তবে লো কোয়ালিটি পোস্টগুলো আগে তাড়াতাড়ি রিমুভ করতে হবে, আমরা যদি দেখি গত কিছুদিন আগে পাকিস্তানও লোকাল বোর্ডের জন্য আবেদন করেছিল কিন্তু তাদের পোস্ট কোয়ালিটি এবং ওভারঅল রিকুয়ার্মেন্ট গুলো না থাকায় তাদের আবেদন এপ্রুভ হয়নি।

এত গেল লোকাল বোর্ডের জন্য আবেদন করার কথা আমাদের এই বিষয়টির উপরও নজর দেওয়া উচিত যে আমাদের লোকাল বোর্ডে একজন মেরিট সোর্স থাকা প্রয়োজন এক্ষেত্রে আমি যদি দেখি আমাদের বাংলাদেশীদের মধ্যে অনেকেই ফোরামে ভালো রেপুটেশন অর্জন করেছেন । আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এ ব্যাপারে কি ভাবেন? বিশেষ করে Little Mouse আর Shasan ভাই আপনারা চাইলে আবেদন করতে পারেন। আর এ বিষয়ে কি কি জটিলতা আছে আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি।