“টিক. টক. নেক্সট ব্লগ.”।
আমি তো প্রথমে অন্য টিকটক ভাবছিলাম

এমন কনফারেন্সগুলো সাধারণত অনেক সময় অনলাইনে লাইভস্ট্রিমও করে থাকে। সেখান থেকে সকলে হয়তো দেখে নিতে পারবে।

এই চাটটি দেখে মনে হচ্ছে ২০২৩ সাল বিটকয়েন ইতিহাসে একটি নতুন সম্ভাবনার নাম হবে।

বিকয়েন মূল্য বৃদ্ধি পাবে, কিন্তু তার আগে সময় লাগবে। কেননা হালভিং এর বেশিদিন নেই এবং পুরোনো ইতিহাস অনুযায়ী, বিকয়েনের মূল্য বৃদ্ধির আগে একটি বড় ধরনের ডাম্প দেখা দেয়। তাই আশা করি, এইমাসে বিটকয়েনের উর্ধগতি থাকলেও সামনের যেকোনো মাসে বিটকয়েন একবার হলেও মারাত্নক ডাম্প দিবে এবং মার্কেট থেকে পেপার হ্যান্ডগুলো বের করে দিবে। তারপর বিটকয়েনের বৃদ্ধি শুরু মাধ্যমে আমরা আবার একটি বুল মার্কেট ফিরে পাবো।
NB: যাদের নাম উল্লেখ করা হলো তারা যদি নিয়মিত একটিভ থাকে এবং নিয়মিত নতুন ইউজার যোগ হতে থাকে তাহলে এই বছরের মাঝামাঝি /শেষের দিকে সময়ে আমরা Petition থ্রেড তৈরি করতে পারবো ইনশাআল্লাহ।
আমাদের লোকাল বোর্ডে কি আর কোনো Hero Member এক্টিভ নেই? আমি তো কিছু Hero Member (যারা পদোন্নতি পেয়েছে, তারা ব্যতীত) কে দেখেছিলাম, যারা মাঝে মাঝে পোষ্ট করতো।