Post
Topic
Board Other languages/locations
Merits 1 from 1 user
Re: বাংলাদেশ (Bengali)
by
Popkon6
on 14/04/2023, 00:59:11 UTC
⭐ Merited by Bitcoin_people (1)
আচ্ছা, বিটকয়েন এর Taproot আপগ্রেড নিয়ে কে কি কি জানেন? এই ডেভেলপমেন্ট বিটকয়েনে কি কি ফিচার যোগ করেছিলো? আমার জানামতে Taproot আপগ্রেড ২০২১ সালে আসে। যেটা একটা সফল হার্ডফোর্ক ছিলো এবং এটা বিটকয়েন প্রটোকলের মূল কোড পরিবর্তন করে দিয়েছিলো।

এটা মূলত ব্লকচেইনের সিকিউরিটি বাড়ানোর জন্য করা হয়েছিলো। Taproot কি স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম নাকি? আমার জানার ইচ্ছে। ইন্টারনেটে দেখলাম এটা একটা স্মার্ট কন্ট্রাক্ট সিস্টেম। ইন্টারনেটের সকল তথ্য আসলে বিশ্বাস করা কঠিন।

আমার জানা মতে এটা বাস্তবায়িত হয় ২০২১ সালে ১৪ই নভেম্বর বিটকয়েন নেটওয়ার্কের একটি অ্যাপগ্রেট মাত্র। Schnorr স্বাক্ষরের সাথে Taproot হল Segwit প্রবর্তনের পর থেকে বিটকয়েন প্রত্যাশিত প্রযুক্তিগত অ্যাপগ্রেট গুলোর মধ্যে একটি।
Taproot এর লক্ষ্য হলো গোপনীয়তা, পরিমাপ যোগ্যতা, এবং নিরাপত্তা উন্নত ও উচ্চ লেনদেন ফি কমানো।
ক্রিপ্টো কারেন্সি সম্প্রদায়ের সাথে পরিচিত যে কেউ জানেন যে গোপনীয়তা পরিমাপ যোগ্যতা এগুলো রক্ষা করার জন্য প্রদান উদ্যোগ।
Taproot সারা বিশ্বের ৯০% শ্রমিক খনিদের কাছ থেকে অনুমোদনের পরে বিটকয়েন নেটওয়ার্ক Taproot সক্রিয় করা হয়েছিল। এবং ৭০৯৬৩২ নাম্বার ব্লক থেকে আনুষ্ঠানিকভাবে সক্রিয় কাজ চালু করা হয়েছিল।