ভাই আমি আরও একটি কুইজ খুব শীঘ্রই এখানে নিয়ে আসব। কুইজ টির প্রশ্ন গুলো ভালো মানের রাখার চেষ্টা করেছি, সেই সাথে কুইজটি ভালো একটা প্লাটফর্মে সাজাবো যাতে করে ভুল উত্তর দিলে সাথে সাথে সঠিক উত্তর দেখা যায়।সব কিছু মোটামুটি ঠিকঠাক করে রেখেছি কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে ফোরামে সময় দিতে পারতেছি না। আপনাদের সাথে আলোচনা করতে আমার ও খুব ভালো লাগে।
ধন্যবাদ ভাই আপনাকে, যে আপনি আরও একটা কুইজ আমাদের মাঝে আনতে চলেছেন। গত কুইজটি অত্যন্ত ভালো হয়েছিল। কুইজে অংশগ্রহণ করেছিলাম। (Next) কুইজ অত্যন্ত ভাল হবে যদি, আমরা কোন ভুল উত্তর দিই সাথে সাথে যদি সঠিক উত্তর জানতে পারি। আপনি এই ধরনের ব্যবস্থায় করতে চলেছেন। আশাকরি কুইজ টি অত্যান্ত ভালো হবে।আর বিশেষ করে কুইজ খেলা আমার অত্যন্ত প্রিয় খেলা।কুইজ খেলে আমাদের অনেক দিক দিয়ে উপকার হয়। অজানা অনেক বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা যায়। অপেক্ষায় রইলাম ভাই আপনার কুইজটি খেলতে পারবো এবং কুইজ থেকে আমরা ভালো কিছু জানতে এবং জ্ঞান অর্জন করতে পারবো।