কিন্তু পরবর্তীতে @GazetaBitcoin ভদ্রলোকের আরেকটি পোস্ট বাংলায় রূপান্তরিত হয়েছে হুবহু ট্রান্সলেশন করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে @GazetaBitcoin এই ভদ্রলোকের অনুমতি নেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তাই আপাতত যারা গ্লোবাল থেকে নামিদামি ইউজারদের পোস্ট বাংলা অনুবাদ করে পোস্ট করবেন তাদের জন্য অনুরোধ করছি আপনারা আপাতত তাদের অনুমতি নিয়েন তা নাহলে পরবর্তীতে ইনফরমেশন চুরি করার অপরাধে নেগেটিভ ট্রাস্ট খেয়ে অ্যাকাউন্ট ব্যান খাবেন।
এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন দয়া করে? কোন পোস্ট টি ট্রান্সলেটর ব্যাবহার করে হুবহু বাংলায় রুপান্তর করা হয়েছে? এবং সেটার ট্রান্সলেটর হিসেবে কে কাজ করেছে? আমাদের থ্রেড এ আমি ওনার দুইটা থ্রেড ট্রান্সলেশন করেছি এবং এটা আমি নিজে কম্পিউটারে টাইপ করেছি! কিছু কিছু কম্পলিকেট ইংলিশ এর বাংলা জানার জন্য ডিকশনারী ব্যাবহার করেছি। আর দুইটা পোস্ট করার আগেই ওনার অনুমতি নিয়ে পোস্ট করেছি। ইভেন কাজ শুরু করার আগেই ওনাকে মেসেজ করে জিজ্ঞেস করে নিয়েছি। আমি পোস্ট করার পর সাথে সাথে উনিও পোস্ট করে ধন্যবাদ জানিয়েছেন। এই ব্যাপারে আমি একটু ধোয়াশার মধ্যে পড়লাম! আপনি বলেছেন আমার পোস্ট এর পর, কিন্তু আমি তো আর কোনো পোস্ট দেখছি না কারো!
সকলের উদ্দেশ্যেঃ আমি বিগত অনেক দিন যাবত অসুস্থ! শেষ ৪-৫ দিনে সেটা অনেক বেশি বেড়ে গেছে। কবে রিকোভার করতে পারবো জানি না। সুস্থ হলেই আবার নিয়মিত একটিভ হবো।
আরে ভাই না। আমি আপনার দুটো পোষ্টের কথা বলছিনা। আপনার পরবর্তীতে কেউ একজন @GazetaBitcoin এর একটি পোস্ট বাংলায় ট্রান্সলেশন করেছিল। অনেকেই হয়তো দেখেছে। পোস্টটি করার কয়েক ঘন্টা পর ডিলিট করে দিয়েছে। সাধারণত ওই পোস্টকে কেন্দ্র করে একথা বলেছে।
দোয়া করি অতি দ্রুত আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবেন এবং পরিবারের সকলের সাথে ঈদের আনন্দ উপভোগ করবেন ইনশাআল্লাহ।
হ্যাঁ আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট রকমের ভালো এবং ইনফরমেটিভ যা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। কাজেই আপনার উপস্থিতি আমাদের লোকালের জন্য সবসময়ই কাম্য।