Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Suzume
on 19/04/2023, 04:39:37 UTC
[ এর পাশাপাশি বিটকয়েন নিয়ে টেকনিক্যাল জ্ঞান সমৃদ্ধ করুন।।


ভাই বিটকয়েনের সম্পর্কিত টেকনিক্যাল জ্ঞান অর্জন করার জন্য তো অনেক ওয়েব সাইট আসে এবং Bitcointalk থেকেও অনেক এর পোস্ট থেকে হালকা কিছু ধারণা পাওয়াযায় কি আমি প্রপার ধারণার জন্য আমি কোনো stable base খুজে পাচ্ছি না ।। এই জন্য আমরা কোনো কিছু নিয়ে ধারণা নিতে গেলে অনেক সমস্যার সামনে পড়তে হচ্ছে।। বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম সে ওই পোস্টে আমাকে কে যেনো বলেছিল Coinalap সম্পর্কে ওইটা আমার উপকারে এসেছে কিন্তু আমি আরো কিছু ওয়েব সাইট চাচ্ছি হতে আমার কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে সুবিধা হয় ।। কোনো কিছু সম্পর্কে গবেষণা করতে হলে কি করণীয় Huh