আমি আপাতত সুস্থ আছি। আজকে থেকে আবার পোষ্ট করা শুরু করবো। নতুন কিছু পোষ্ট করবো আশা করি। ফুল মেম্বার হওয়ার খুব কাছ এসে অসুস্থ হয়ে গিয়েছি।
আপনি যে গতিতে চলতেছেন আমার মনে হয় না আপনার ফুল মেম্বার হওয়া নিয়ে চিন্তিত হওয়ার কোন কারণ আছে। আমার মতে ফুল মেম্বার তো অলরেডি হয়েই গিয়েছেন । আপনি যে এফোর্ড দিয়ে পোস্ট করেন আর একটা এরকম পোস্ট করলে হয়ত আপনি ফুল মেম্বার হয়ে যাবেন। আশা করছি এর ধারাবাহিকতা বজায় থাকবে। আর পাশাপাশি আশা করি অতি শীঘ্রই যেন পোটেনশিয়াল সিনিয়র মেম্বার এবং তারপর হিরো মেম্বার হয়ে যান।
আর সুস্থ হয়েছেন এটা জেনে খুশি হলাম লেগে পড়েন তাড়াতাড়ি আমাদের বাংলা থ্রেট আপনার পোস্টে আবার হরা ভরা হয়ে উঠুক
