Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Review Master
on 19/04/2023, 18:49:13 UTC
কোনো কিছু সম্পর্কে গবেষণা করতে হলে কি করণীয় Huh

সবচেয়ে ভালো হয়, আপনি CMC কিংবা CG এর বিভিন্ন এনাটিক্যাল ব্লগপোষ্টগুলো পড়েন, কেননা সেগুলোতে মাঝেমধ্যে বিভিন্ন উপকারী টুইল কিংবা ওয়েবসাইটের লিংক মেনশন করা যায়। আপনি যদি শুধুমাত্র টেকনিক্যাল এনালাইসিস করতে চান, তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো যে, অন্যান্য সেরা ট্রেডারদের বিভিন্ন এনালাইসিসগুলো দেখেন এবং বুঝার চেষ্টা করেন যে, তারা কখন কোন বিষয়গুলোতে বেশি গুরুত্ব দেয়। এতে আপনি আরো ভালো শিখতে পারবেন।


পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

হা হা, পুরাতন Memecoin এর সুবর্ণ সময় ফেরত এসেছে। কালকেই ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু রিস্ক নেই নাই। নইলে হয়তো এখন ২গুণ লাভে থাকতাম। আর বর্তমানে ইথিরিয়ামের gwei মূল্য কিংবা গ্যাস মূল্য বৃদ্ধির কারণ কিছুটা এই memecoin টি।

অনেকে তো এটিতে তিনদিন আগে $১০০০ বিনিয়োগ করে $১,০০০,০০০ কিংবা মিলিয়নিয়ার হয়ে গিয়েছে।  Grin

কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink