Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
LDL
on 21/04/2023, 04:33:36 UTC

পেপে খাইসেন কে কে?  Roll Eyes

https://www.coingecko.com/en/coins/pepe

হা হা, পুরাতন Memecoin এর সুবর্ণ সময় ফেরত এসেছে। কালকেই ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু রিস্ক নেই নাই। নইলে হয়তো এখন ২গুণ লাভে থাকতাম। আর বর্তমানে ইথিরিয়ামের gwei মূল্য কিংবা গ্যাস মূল্য বৃদ্ধির কারণ কিছুটা এই memecoin টি।

অনেকে তো এটিতে তিনদিন আগে $১০০০ বিনিয়োগ করে $১,০০০,০০০ কিংবা মিলিয়নিয়ার হয়ে গিয়েছে।  Grin

কেউ FOMO কইরেন নাহ, কেননা নাহ যেমনটা লাভ হবে। তার থেকে বেশি ক্ষতির সম্মুখীনও হতে পারেন।  Wink
PEPE মিমি টোকেনটি নিয়ে এই পোস্টটা আমি পড়ে রেখেছিলাম আজ হঠাৎ একটি নিউজ সাইটে ঢুকে কতগুলো নিউজ পড়তে পড়তে এই টোকেন সম্পর্কে একটি নিউজ দেখতে পেলাম। নিউজটি বিস্তারিতভাবে একাধিক বার পড়েছি কিন্তু তেমন কিছু বুঝতে পারিনি। তবে যারা এই টোকেন হোল্ড করে রেখে দিয়েছেন তাদের জন্য পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে।
PEPE টোকেনের মালিক ইতোমধ্যেই একটি জায়ান্ট হোল্ডিং এড্রেসকে ব্ল্যাকলিস্টেড করতে বাধ্য হয়েছে। জানিনা কি কারনে এত বড় অ্যামাউন্ট এর একটি ব্যক্তিগত এড্রেসকে যেখানে $850000 সমমূল্যের  PEPE টোকেন ছিল সেই এড্রেসটি কালো তালিকাভুক্ত করা হয়েছে এবং একমাত্র মালিক পক্ষ বাদে ঐ এড্রেসের টোকেন কেউ কিছু করতে পারবে না। তাছাড়া ওই টোকেন দিয়ে ওই ব্যক্তিও কিছু করতে পারবে না। 7500 গুণ বৃদ্ধি পাওয়ায় সম্ভবত ওই ব্যক্তির কপাল পুড়েছে, ওই ব্যক্তি মাত্র ২৭ ডলার দিয়ে টোকেন কিনে হোল্ড করে রেখেছিল কিন্তু দাম বৃদ্ধি পাওয়ায় তা বর্তমানে $850000 ডলারে উন্নীত হয়েছে।
আমার বাংলাদেশী ভাইয়েরা যদি এরকম হোল্ডিং করে থাকো তাহলে নিচের লিংকে করে ভালোভাবে পড়ে বিস্তারিত জেনে ব্যবস্থা গ্রহণ করো। তা না হলে যারা হোল্ড করে রেখে দিয়েছে তাদের টোকেনের ক্ষতি হলেও হতে পারে।
বিস্তারিত পড়তে ক্লিক করুন: https://cryptonews.net/news/security/20850748/