Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Lucky Star
on 28/04/2023, 10:24:45 UTC
আমি যখন এই বিনিয়োগ করি তখনই শুধু লসের সাথেই সময় কাটে আমার। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমি কোন Altcoin এ বিনিয়োগ করলে সেই কয়েন বৃদ্ধি না পেয়ে শুধু তার দাম কমতে থাকে। অনেক সময় আগে আমি কিছু ডলার ছিল আমার কাছে যা দিয়ে Matic কিনে রেখেছিলাম যেন এটি পরবর্তীতে দাম বাড়লে কিছু প্রফিট হয়। কিন্তু দুঃখের কথা ভাই কি বলবো যখন থেকে কিনেছি তারপর আর একটুও দাম বৃদ্ধি পায়নি শুধু নিচের দিকে মার্কেট নেমে এসেছে। আমি যখন Matic কিনেছিলাম তখন এর দাম ছিল $1.32 ভেবেছিলাম মার্কেট অনেকটা ডাউন হয়েছে একটু হলেও বৃদ্ধি পাবে কিন্তু পরবর্তীতে আর বৃদ্ধি পেল না। তাই সেই লসের সাথেই সময় কাটাচ্ছি দীর্ঘ কয়েক মাস ধরে ফরমের সকল ভাইদের কাছে আমি দোয়া চাই যাতে আমার লস রিকভারি হয়  Grin। আমি যদি বিটকয়েনের যে পরিমাণ বিনিয়োগ করেছি তার সাথে Matic না কিনে যদি বিটকয়েনই কিনে রাখতাম সব ডলার দিয়ে তাহলে অনেক লাভ হতো। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে আমি কিছু ডলার দিয়ে ট্রেড করার জন্য কিছু ডলার রেখেছিলাম তা দিয়ে Matic কিনে এখন নিজের চালান ও ফিরে পাওয়া কষ্ট হয়ে গিয়েছে। Grin
ভাইয়া আমি আপনাকে একটা কথা বলি আপনি Matic কেন কিনেছেন আপনি অন্য টোকেন কিনতে পারতেন মারকেটে অনেক টোকেন আছে ওইসব কিনবেন আপনি সুধু সুধু matic কিনতে গেলেন কেন আপনি এখন ARB অথবা Bitcoin, Luna আরো অনেক টোকেন আছে ওই গুলো কিনবেন আর আপনি দেখবেন কোন টোকেন সবচেয়ে বেশি
 মারকেটে আপডাউন করতেছে ওই গুলো দেখে তার পর কিনবেন তাহলে দেখবেন আপনি প্রফিট পাবেন আর আপনি আর কখনো এইরকম টোকেন কিনবেন না যেই টোকেন কিনে আপনার লস হয় |