Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
shasan
on 29/04/2023, 06:15:12 UTC
আমার তো merit নাই তাহলে আমি কিভাবে জয়েন করবো merit ছাড়া কি জয়েন করা জাবে যুদি জয়েন করা যায় তাহলে আমাকে একটু জানাবেন ঠিক আছে ধন্যবাদ।
এটা ফ্রি রেফেল এখানে জয়েন করতে হলে আপনাকে কমপক্ষে মেম্বার রেংক এর হতে হবে। এবং গত ১২০ দিনে কমপক্ষে পাঁচটা মিনিট উপার্জন করতে হবে। যদি এই যোগ্যতা অর্জন না হয় তাহলে আপনি এইরা রাফেলে আবেদন করতে পারবেন না।
ধন্যবাদ ভাই রিমাইন্ডার দেয়ার জন্য। প্রতিবার যখন আপনি শেয়ার করেন, তখনি ভাবি যে এই রাউন্ডে লাক ট্রাই করবো। কিন্তু Utopia সফটওয়্যার ডাউনলোড করার আলসেমি তে আর জয়েন করা হয়ে উঠে না। আবা ভেবেছিলাম ১-২ রাউন্ডে পারটিসিপেট করার জন্য হুদািই সফটওয়্যার ডাউনলোড করতে যাবো কেনো? এখন দেখি অনেকদিন ধরেই অনেক গুলা রাউন্ড রেফেল দিলো। ফাইনালি আজকে ডাউনলোড করে পারটিসিপেট করে ফেললাম। দেখি কি আছে কপালে।
যাক অবশেষে জয়েন হয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।