কমপক্ষে পাঁচটা মিনিট মেরিট উপার্জন করতে হবে।
ছোট একটা টাইপিং মিসটেক। ভাই বাংলা লিখতে প্রচুর সমস্যা হয়। অনেক বেশি টাইপিং মিসটেক হয়। পোষ্ট লেকার পর বানান চেক করে পোষ্ট করি। কিছু ঠিকটাক করি। পরে আবার দেখি এই পোষ্ট এই আরো বানান ভুল। মাঝে মাঝে অন্যজনের টা নিজের চোখে পরে যায়। কিন্তু নিজের পোষ্ট এর বানান ভুল খোজার সময় চোখে বাধে না।
যাক অবশেষে জয়েন হয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই। এতো লোকের মাঝে কপাল ট্রাই করে দেখি। মনে হয় না লাক ফেভার করবে। আমি যেখানে যােই, সব এমনেই নষ্ট হয়, দাম কমে, বন্ধ হয়ে যাওয়া সহ নানান সমস্যা দেখা দেয়। মাঝে মাঝে মনে হয় আজকে আমি আমার হোল্ড করা কয়েন গুলো সেল দিলে কালকেই মারকেট পাম্প করবে। মারকেট আটকে আছে আমি কুফা মারকেটে আছি বলে।
Utopia সফটওয়্যার ডাউনলোড না করার পেছনে আরেকটা কারণ ছিলো। মনে মনে একটু ভয় কাজ করছিলো যদি কোনো ভাইরাস থাকে? তাই সব গুলা রাউন্ডের পারটিসিপেন্ট লিষ্ট চেক করলাম আগে। অনেক রেপুটেড মেম্বার রা পারটিসিপেট করছে। তার মানে সবাই এই সফটওয়্যার ডাউনলোড করছে। ভাইরাস থাকলে ওনারা তো বলতো। তারপর ডাউনলোড করলাম
