Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
roksana.hee
on 29/04/2023, 16:41:35 UTC


Quote
এখানে আপনি কথা গুলো ঠিক বলেছেন তারা কাজটি শখের বসে করেছেন।। কিন্তু এটা তাদের সখ হলেও এটা জন্য তারা একদিন কোনো না কোনো স্বপ্ন দেখেছিল এবং এর পিছনে কিছু কারণ ছিল যে কারণ তাদের এর সখকে পূরণ এর জন্য সাহস পেয়েছে ।। এর তাদের সখ পূরণ এর পিছনে তাদের ও ক্লান্ত পরিশ্রম ছিল এবং তাদের মধ্যে সফল হওয়ার আগ্রহ ছিল বা বলতে হবে তারা এমন ভাবে বসে গেসে যে তাদের সফল হওয়া ছাড়া কোনো উপায় নাই ।। আমার এত কথার মধ্যে একটি কথা আমি যেটি বোঝাতে চেয়েছি টা হলে তাদের কাজ টা যদিও তাদের সখ হয়ে থাকে তাও তাদের পিছনে তাদের রক্ত ঘাম করা পরিশ্রম অদম্য ইচ্ছাশক্তি রিস্ক নেওয়ার সাহসিকা এবং একত্রে কাজ করার মন মানসিকতা যে কারণে তারা আজ সফল।।

@Suzume ভাই, আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি শখের বসেই করেছেন বলে আমি এটা বলি নাই যে, তারা পরিশ্রম করে নাই, তাদের স্বপ্ন ছিল না, তারা সাধনা করে নাই, অথবা তারা পরিশ্রম না করেই সফলতা পেয়েছেন। আপনি হয়তো ভুলে গেছেন যে, কোন কিছুর স্বপ্ন দেখা বা সিদ্ধান্ত নেয়াটাই পরিশ্রম করার প্রথম ধাপ বা স্বপ্নপূরণ হওয়ার প্রথম ধাপ। যাইহোক, সবশেষে বলতে চাই যে, স্বপ্ন দেখেন, আর স্বপ্ন দেখার সাথে সাথে পরিশ্রম, এবং অধ্যবসায় যুক্ত করেন, তাহলে জীবনের সফলতা আসবেই, ইনশাআল্লাহ।