ছোট একটা টাইপিং মিসটেক। ভাই বাংলা লিখতে প্রচুর সমস্যা হয়। অনেক বেশি টাইপিং মিসটেক হয়। পোষ্ট লেকার লেখার পর বানান চেক করে পোষ্ট করি। কিছু ঠিকঠাক করি। পরে আবার দেখি এই পোষ্ট এই আরো বানান ভুল। মাঝে মাঝে অন্যজনের টা নিজের চোখে পরে যায়। কিন্তু নিজের পোষ্ট এর বানান ভুল খোজার সময় চোখে বাধে না।
আমি তো ভাই বাংলা টাইপিং করতে পারি না। আমি গুগল ভয়েস টাইপিং ইউজ করি। তাই অনেক সময় অনেক বানান ভুল আসে। কিছু বানান তো আমি সংশোধন করতে পারি না। কয়েকবার বলি তারপরও সঠিক বানান আসে না। যদিও আজকের এটা আমার না দেখা ভুল। যদি খেয়াল করতাম তাহলে এটা সংশোধন করতে পারতাম। যাই হোক ধন্যবাদ ভাই বিষয়টা দেখার জন্য।