April মাসে মোট পোস্ট হয়েছে=৪২৫(Space.ninja)
এপ্রিল মাসে যে সকল ভাইয়েরা সবচেয়ে বেশি একটিভ ছিলেন তাদের নাম ও পোস্ট সংখ্যা নিচে উল্লেখ করা হলো:
LDL মোট পোস্ট: ৩৫
Mr Corol মোট পোস্ট:৩০
Learn bitcoin মোট পোস্ট: ২৯
Bitcoin _people মোট পোস্ট: ২৯
rokssna.hee মোট পোস্ট: ২৯
Suzume মোট পোস্ট: ২৭
Little Mouse মোট পোস্ট: ২০
Crypto Library মোট পোস্ট: ১৩
NicNacCoin মোট পোস্ট: ১৩
tjtonmoy মোট পোস্ট: ১৩
Review Master মোট পোস্ট: ১২
Popkon6 মোট পোস্ট: ১১
Shasan মোট পোস্ট: ০৯
Negotiation মোট পোস্ট: ০৮
উপরের প্রত্যেকের পোস্ট সংখ্যা ম্যানুয়ালি কাউন্ট করা হয়েছে এতে ভুল হলে সংশোধন করার চেষ্টা করবেন।
Crypto Library ভাইয়ের এই সংক্রান্ত পোষ্টের জন্য অপেক্ষা করব। তিনি Chart এর মাধ্যমে এই সংক্রান্ত বিষয়াদি খুব ভালোভাবে উপস্থাপন করতে পারে।
আমি এত পোস্ট দিছি নিজেও জানিনা, @LDL ভাইয়ের দেওয়া পোস্ট দেখে আমি সত্যিই অবাক হয়ে গিয়েছি, আমি এপ্রিল মাসে পোস্ট করে দুই নাম্বার অবস্থানে রয়েছি। বিশেষ করে লোকাল থ্রেডে সবসময় এক্টিব থাকার চেষ্টা করি, আমাদের লোকাল থ্রেডে অনেক সিনিয়র ভাইয়েরা আছেন আমি তাদের সব সময় ফলো করি,
বিশেষ করে Little Mouse, Shasan, LDL, NicNacCoin, Popkon6, Crypto Library, Learn bitcoin, Bitcoin _people আমি আপনাদের সবসময়ই ফলো করি, আপনারা যখন লোকাল থ্রেডে কোন পোস্ট করেন। সাথে সাথে পোস্টটি পড়ি এবং পোস্ট থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করি। এর মাঝে আমিও দুই একটা পোস্ট করি। তবুও আমার এ মাসে ৩০ টা পোস্ট হয়েছে।
যেভাবে আমাদের লোকাল থ্রেডে পোস্ট এর সংখা বৃদ্ধি পাচ্ছে, অনেকে ভাইয়ের রেংক আপ হয়ে উচ্চ রেংকে যাচ্ছেন, এক্টিব মেম্বার বৃদ্ধি পাচ্ছে, আশা করা যায় অতি তাড়াতাড়ি আমাদের বাংলা লোকাল থ্রেড একদিন বোর্ডে পরিনত হবে।
@LDL ভাইকে অনেক ধন্যবাদ তিনি এ মসে কে কয়টা পোস্ট করছে তার পোস্টে থেকে জানতে পারলাম।