আমি এটি সঠিক জানি না যে pizza এটাই ছিল কি না তিনি তার 10000 Bitcoin এর বিনিময়ে ক্রয় ক্রিত pizza ছবি দিয়েছিলেন কিন্তু লিঙ্ক টি বর্তমানে কাজ করছে না।। আমি এই ছবিটি একটি আর্টিকেল থেকে কালেক্ট করেছি ।।
লাসজেলোর পোস্ট করা মুল ছবি এইটা।

বর্তমান সময়ে আমি যে স্থান থেকে তথ্য সংগ্রহ করেছি তাদের লিখিত সয়য়ে 10000 Bitcoin এর মূল্য আসে $292,861,787! এর কাছাকাছি তারা pizza এর একটি ছবি দিয়েছেন এবং pizza এর কোন অংশের মুল্য কত তা নির্ণয় করার চেষ্টা করেছেন।।
এইরকম একটা লেখা প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এই ব্যাটা কি বোকা ছিল? কিংবা ভাবতে পারেন লাসজেলো কি আসলে কোন আফসোস করছে বর্তমানে? ২৯২ মিলিয়ন ডলার চাট্টিখানি কথা না। তবে, লাসজেলো এক সাক্ষাতকারে খুব সুন্দর কথা বলেছেন। কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে লাসজেলো বলেন, বিটকয়েন যদি সবাই হোল্ড করে রাখে তাহলে এর মূল্য কোথায়? বিটকয়েন প্রতিনিয়ত ব্যবহার করার মত মুদ্রা। তিনি মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করেছেন। সেজন্যে তার কোন ধরনের আফসোস নেই। তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। যতদিন বিটকয়েন থাকবে ততদিন তার কথা বলবে সবাই। আজ থেকে ৫০-১০০ বছর পর যদি বিটকয়েন থাকে তাহলে অবশ্যই রুপকথার গল্পের মত গল্প হবে লাসজেলোর এই ইতিহাস। মানুষ বিশ্বাসই করতে চাইবে না।