Post
Topic
Board Other languages/locations
Re: বিটকয়েন দ্বারা নির্মিত রেকর্ড যা ভাঙ্গা
by
tjtonmoy
on 02/05/2023, 18:42:49 UTC
~Snip
সবকিছুর সাফল্যের জন্য একটি পুশ দরকার যা তিনি করেছেন। এর মাধ্যমে তিনি একটি ইতিহাস তৈরি করেছেন যা কখনো ভুলে যাওয়ার মতো না। আমরা হয়তো তাকে বোকা ভাবছি, তবে তিনি যা করেছেন তা আজ বিটকয়েনের সাফল্যের একটি স্তম্ভ হয়ে দাড়িয়েছে। কথাটা আসলেই সত্য কারণ লেনদেনের মাধ্যমেই কোন কিছুর ভ্যালু পরিমাপ করা হয় এবং তার চাহিদা অনুযায়ী দাম উঠানামা করে।
আর আমরা যদি এখনকার বিটকয়েনের মূল্যের সাথে অতীতের মূল্যের তুলনা করি তাহলে আমরা কখনোই এর সঠিক মূল্য বের করতে পারবো না।

বিটকয়েন আজ একটি লেনদেনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যার প্রচলন লাসজেলো করেছেন।  এই ঘটনাটি না ঘটলে বিটকয়েন হয়তো আজ এই পর্যায়ে পৌছাতো না। তিনি কখনো বিটকয়েন কে ডলারের সাথে তুলনা করে এই লেনদেনটি করেন নি।

তিনি আমাদের জন্য একটি পথ তৈরি করে দিয়ে গেছেন যে পথে আমরা এখনো হাঁটছি। যদি আপনি এই বিষয়টা খেয়াল করে ভাবেন তাহলে তাকে কখনোই বোকা বলা যাবে না কারণ তিনিও বিটকয়েন এর সাথে যুক্ত ছিলেন আর আজ বিটকয়েনের এই সফলতা তার সবচেয়ে বড় অর্জন।

এর থেকে বেশি আর কেউ কি আশা করতে পারে?  আপনার কথাটাই সঠিক কারণ ভবিষ্যতের জন্য আসলেই তিনি একটি ইতিহাস গড়ে তুলেছেন।