Post
Topic
Board Other languages/locations
Merits 2 from 2 users
Re: বাংলাদেশ (Bengali)
by
BitCoinDream
on 02/05/2023, 20:00:43 UTC
⭐ Merited by Crypto Library (1) ,roksana.hee (1)



এইরকম একটা লেখা প্রথম দেখায় যে কেউ ভাবতে পারে এই ব্যাটা কি বোকা ছিল? কিংবা ভাবতে পারেন লাসজেলো কি আসলে কোন আফসোস করছে বর্তমানে? ২৯২ মিলিয়ন ডলার চাট্টিখানি কথা না। তবে, লাসজেলো এক সাক্ষাতকারে খুব সুন্দর কথা বলেছেন। কয়েনডেস্কের সাথে এক সাক্ষাতকারে লাসজেলো বলেন, বিটকয়েন যদি সবাই হোল্ড করে রাখে তাহলে এর মূল্য কোথায়? বিটকয়েন প্রতিনিয়ত ব্যবহার করার মত মুদ্রা। তিনি মুদ্রা হিসেবে বিটকয়েন ব্যবহার করেছেন। সেজন্যে তার কোন ধরনের আফসোস নেই। তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন। যতদিন বিটকয়েন থাকবে ততদিন তার কথা বলবে সবাই। আজ থেকে ৫০-১০০ বছর পর যদি বিটকয়েন থাকে তাহলে অবশ্যই রুপকথার গল্পের মত গল্প হবে লাসজেলোর এই ইতিহাস। মানুষ বিশ্বাসই করতে চাইবে না।

আমি ভাবছি সেই রেস্টুরেন্ট ব্যবসায়ীর কথা, যে দুইটা পিজা বিক্রি করে ১০ হাজার বিটকয়েন পেয়েছিল। আসলে যে লোকটা ডেলিভারি দিতে এসেছিল। সেই লোকটা কি কিছু বিটকয়েন সরিয়ে রেখেছিল নাকি সম্পূর্ণটাই রেস্টুরেন্টের মালিককে প্রোভাইড করেছিল। রেস্টুরেন্টের মালিক সবগুলো বিটকয়েন যদি হোল্ড করে রাখত তাহলে সে আজ কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক হতো অথবা সে যদি সবগুলো বিটকরেন মার্কেটে রিলিজ করে দিয়ে থাকে তাহলে সে হয়তো এখন নিজের হাত দিয়ে নিজের কপাল চাপড়াচ্ছে। রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?

Restaurant owner বা Delivery boy ঐ Bitcoin পায়নি। পেয়েছিলেন Jeremy Sturdivant ওরফে jercos. এই সেই transaction - https://mempool.space/tx/a1075db55d416d3ca199f55b6084e2115b9345e16c5cf302fc80e9d5fbf5d48d.

USD তে restaurant payment টি করেছিলেন Jeremy. Laszlo Hanyecz ওনাকে ধন্যবাদ জানিয়ে post ও দেন BitcoinTalk এ - https://bitcointalk.org/index.php?topic=137.msg1195#msg1195.

এবিষয়ে Jeremy Sturdivant এর একটি সাক্ষাৎকারের link - https://www.bitcoinwhoswho.com/index/jercosinterview




রেস্টুরেন্টের মালিকের জন্য আমার সত্যিই বড় আফসোস হচ্ছে। আসলে কারো কি জানা আছে যে, ওই ১০ হাজার বিটকয়েন সে মার্কেটে রিলিজ করে দিয়েছিল নাকি সে ওই ১০ হাজার বিটকয়েন হোল করে রেখেছিল?
এটি আসলে এখনো জানা যায়নি যে  ওই দশ হাজার বিটকয়েন নিয়ে  ওই পিজ্জা শপের  মালিক কি করেছিল ,  আসলেও ওই দশ হাজার বিটকয়েন কোনো পিজ্জা শপের মালিক নিয়েছিল  কিনা এটা নিয়েও সন্দেহ আছে।
যদি আমরা মনে করি লাসজেলো পাপাজন  পিজ্জা  শপ থেকে  সরাসরি  বিটকয়েন দিয়ে  পিজ্জা কিনেছিল তাহলে এটা ভুল ধারণা হবে,  আসলে তিনি বিটকয়েন ফোরামে  একটি অফার দিয়েছিল ১০ হাজার বিটকয়েন  দিবে তার বদলে  কিছু পিজ্জা তাকে ডেলিভারি করতে হবে,  আর হয়তো কোন একজন ব্যক্তি ওই 10000 বিটকয়েন 41 ডলার  এর বিনিময়ে  একসেপ্ট করেছিল।

এইটা দেখুন - https://en.bitcoin.it/wiki/Jercos