"আমি শুধু রিপোর্ট করতে চাই যে আমি সফলভাবে পিজ্জার জন্য 10,000 বিটকয়েন ব্যবসা করেছি। ধন্যবাদ জেরকোস!”

এখানে একটি বিষয় আপনারা স্পষ্টভাবে খেয়াল করুন Laszlo Hanycez ইনিই একমাত্র ব্যক্তি যে বিটকয়েনকে সর্বপ্রথম ব্যবসায়িক কাজে ব্যবহার করেছেন। বিটকয়েনের বিনিময়ে পিজ্জা। এখানে বিটকয়েন হচ্ছে বিনিময়ের মাধ্যমে যার একটি নির্দিষ্ট ভ্যালু ছিল এবং পিজ্জা হচ্ছে প্রোডাক্ট যা সেবা করার যথেষ্ট গুণ ছিল। আপনারা আমরা যারা অর্থনীতিতে product ও অর্থ নামক দুটো শব্দের বিশ্লেষণ ও ব্যাখ্যামূলক ধারনা আছে তারা কেবল বিটকয়েনের বিনিময়ে পিজ্জা এই শব্দটা বিশ্লেষণ করতে পারব।
Martti Malmi সর্বপ্রথম পেপাল ইউএসডি(PayPal USD)এর মাধ্যমে মাধ্যমে সর্বপ্রথম সবচেয়ে কম দামে বিটকয়েন বিক্রি করা রেকর্ড করেছিলেন। তিনি $০.০০০৯ প্রতি বিটকয়েন দরে ৫০৫০ টি বিটকয়েন বিক্রি করে স্মরণীয় হয়ে আছে।
কিন্তু Laszlo Hanycez তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে খাবার কেনার জন্য 10 হাজার বিটকয়েন বিক্রি করে দিয়েছিলেন।
বিটকয়েনের ইতিহাসে অনেক বড় বড় ট্রেডার ও ইনভেস্টার আছে যারা মিলোনিয়ার ও বিলোনিয়ার হয়ে গেছে অথচ ইতিহাস তাদের মনে রাখছে না কিন্তু Laszlo Hanycez এমন একটি ইতিহাস তৈরি করে গেছেন যা বিটকয়েন যদি পৃথিবীতে বিদ্যমান থাকে এবং আমরা যদি নাও থাকি তাহলেও তাকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করে যাবে। এটাই হচ্ছে পাইওনিয়ারদের মূল শান্তির জায়গা।
ধরুন একটি নদী সাঁতরে ওপারে যেতে হবে কিন্তু আমরা চারজন সবাই একে অন্যের দিকে তাকিয়ে আছি কে আগে নদীতে লাফ দেবে। যে আগে লাফ দেবে সেই আমাদের তিনজনের জন্য সাহস যোগাবে। তারপর আমরা তিনজনে নদী পাড়ি দেওয়ার জন্য লাফ দেবো।
ঠিক Laszlo Hanycez ওই সময়ের অগ্রপথিক ছিলেন যিনি তার জমানো বিটকয়েন বিক্রি করে পিজ্জা কিনেছিলেন এবং আমাদের পরবর্তী জীবনের জন্য বিটকয়েন একটি মহামূল্যবান সম্পদে পরিণত হওয়ার জন্য ওই সময় তিনিই একমাত্র সাহসী মহানায়ক ছিলেন। ওই সময়ে আরো শত শত হোল্ডার ছিল তারা কিন্তু কেউ সাহস করে এরকম পদক্ষেপ নেয়নি। আজ তার এই সাহসিক পদক্ষেপের জন্যই আমরা বিটকয়েনের ভ্যালু পেয়েছি।