তবে আশ্চর্যজনকভাবে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না DdmrDdmr এর মেরিট ড্যাশবোর্ড দেখে আমার মনে হয় এটাই হাইয়েস্ট রেকর্ড হবে যদি হয়ে থাকে ৩০২ টা মেরিট তাও আবার ২৭ তারিখ পর্যন্ত ।
অবাহ পরে হোন ভাই

আপনি কি খেয়াল করেছেন আমাদের লোকালের সবাই এখন বাইরে পোষ্ট করে করে মেরিট আর্ন করে আর সেই মেরিট স্পেন্ড করে আমাদের লোকাল্ থ্রেড এ? এই ধারা যতদিন বজায় থাকবে, আমাদের থ্রেড এ মেরিট ট্রানজেকশন অনেক বেশি হবে। আর পোষ্ট কোয়ালিটি আগের থেকে ভালো হয়েছে। পোষ্ট এর কোয়ালিটিই তো মেইন প্রায়োরিটি। ভালো পোষ্ট করার পর মেরিট আসবেই।
3. Learn Bitcoin [32]
কখন এতো পোষ্ট করেছি? যাই হোক, ভালো লাগছে এভারেজে প্রতিদিন একটা করে পোষ্ট করেছি। আজকে ৩ দিন হলো ফোরামে আসতেই পারছি না। শুধু নটিফিকেশন পেয়ে পোষ্ট গুলো দেখে চলে যাচ্ছি। এতোই ব্যাস্ত সময় যাচ্ছে।