Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Learn Bitcoin
on 03/05/2023, 17:50:42 UTC
হ্যাঁ ভাই সেটা খেয়াল করেছি , এরকম ধারাবাহিকতা চলতে থাকলে আশা করি খুব শীঘ্রই আমরা আরো কয়েকজনের রেংক আপ খুব সহজেই দেখতে পাবো পাশাপাশি আরো কিছু নতুন মেম্বার পাব । আমাদের মূল লক্ষ্য এখন এভাবে 25-30 জন একটিভ মেম্বার তৈরি করা এভাবে থাকলে আমাদের একটিভিটি আরো দ্রুত বৃদ্ধি পাবে উইথ কোয়ালিটি। আমি আমার নিজের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি আমার বাহিরের থেকে আর্ন করা এস মেরিট গুলো আমি অধিকাংশই আমার লোকাল থ্রেডে দিয়ে থাকি। যাইহোক আমাদের মধ্যে মনে হয় আগের ওই ভাবটা দূর হয়েছে যে ওকে মেরিট দিলেও আমার থেকে এগিয়ে যাবে।
সত্যি বলতে অনেকের ভেতর এই বিষয়টা এখনো আছে। ফোরামের একজনের সাথে কয়েকদিন আগে কথা বলছিলাম। তখন বিষয়টা রিয়ালাইজ করলাম। উনি কিছু কথা বলেছেন আর আমি মিলিয়ে দেখলাম আসলে উনি সত্যিই বলেছেন। তবে আশা করবো এরকম মন মানসিকতা কেউ ভেতরে ধরে রাখবে না। কথা বলছিলাম ওকে মেরিট দিলেও আমার থেকে এগিয়ে যাবে এই ব্যাপারে। আর বাকি সব ঠিক আছে বলেই মনে হচ্ছে আমার।


Quote
যাইহোক আপনি তো তিনদিন আগে হলেও একটিভ ছিলেন এ মাসে তো দেখা যায় ভালো একটিভিটি প্রদর্শন করেছেন। আমি তো ভাই এ মাসে কি গত দুই মাসে পারিবারিক এবং নানান কর্ম ব্যস্ততার জন্য অনেক পিছিয়ে যাচ্ছি। যাইহোক আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান আপনার কাছ থেকে কোয়ালিটি ফুল পোস্টগুলো আরো চাই বিশেষ করে বিটকয়েন এবং ওয়ালেট সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি।
অনেক সময় ফোরামের বা টাকা ইনকামের চাইতেও কিছু কিছু জিনিস অনেক বেশি জরুরী হয়ে পড়ে। সেই সময় আপনি চাইলেও নিজেকে কাজে বসাতে পারবেন না। আজকে দুইটা ক্যাম্পেইনে দেখলাম দুইজন রেপুটেড ফোরাম মেম্বার সিগনেচার ক্যাম্পেইন থেকে লিভ নিয়েছে কারন তাদের ফ্রি টাইম দরকার।

To Royse777:

I've been feeling a little burned out for the past few months, so I've decided to take a break from the forum [long overdue (not completely, just from participating in signature campaigns)] to allow my body to have enough time to rest and reset... Hopefully, I'll get another chance to work under you in the future Smiley
- Thank you for everything (the same goes for YoMix) Smiley

I will leave the campaign after this week. At the moment I'm not doing so well again and I don't have time for the forum. So I'd rather vacate the space.

Thanks for letting me be part of this campaign. It was a pleasure to work with you again.  Smiley