তবে আশ্চর্যজনকভাবে আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না DdmrDdmr এর মেরিট ড্যাশবোর্ড দেখে আমার মনে হয় এটাই হাইয়েস্ট রেকর্ড হবে যদি হয়ে থাকে ৩০২ টা মেরিট তাও আবার ২৭ তারিখ পর্যন্ত ।
অবাহ পরে হোন ভাই

আপনি কি খেয়াল করেছেন আমাদের লোকালের সবাই এখন বাইরে পোষ্ট করে করে মেরিট আর্ন করে আর সেই মেরিট স্পেন্ড করে আমাদের লোকাল্ থ্রেড এ? এই ধারা যতদিন বজায় থাকবে, আমাদের থ্রেড এ মেরিট ট্রানজেকশন অনেক বেশি হবে। আর পোষ্ট কোয়ালিটি আগের থেকে ভালো হয়েছে। পোষ্ট এর কোয়ালিটিই তো মেইন প্রায়োরিটি। ভালো পোষ্ট করার পর মেরিট আসবেই।
হ্যাঁ ভাই সেটা খেয়াল করেছি , এরকম ধারাবাহিকতা চলতে থাকলে আশা করি খুব শীঘ্রই আমরা আরো কয়েকজনের রেংক আপ খুব সহজেই দেখতে পাবো পাশাপাশি আরো কিছু নতুন মেম্বার পাব । আমাদের মূল লক্ষ্য এখন এভাবে 25-30 জন একটিভ মেম্বার তৈরি করা এভাবে থাকলে আমাদের একটিভিটি আরো দ্রুত বৃদ্ধি পাবে উইথ কোয়ালিটি।
আমি আমার নিজের পক্ষ থেকে সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি আমার বাহিরের থেকে আর্ন করা এস মেরিট গুলো আমি অধিকাংশই আমার লোকাল থ্রেডে দিয়ে থাকি। যাইহোক আমাদের মধ্যে মনে হয় আগের ওই ভাবটা দূর হয়েছে যে ওকে মেরিট দিলেও আমার থেকে এগিয়ে যাবে
কখন এতো পোষ্ট করেছি? যাই হোক, ভালো লাগছে এভারেজে প্রতিদিন একটা করে পোষ্ট করেছি। আজকে ৩ দিন হলো ফোরামে আসতেই পারছি না। শুধু নটিফিকেশন পেয়ে পোষ্ট গুলো দেখে চলে যাচ্ছি। এতোই ব্যাস্ত সময় যাচ্ছে।
যাইহোক আপনি তো তিনদিন আগে হলেও একটিভ ছিলেন এ মাসে তো দেখা যায় ভালো একটিভিটি প্রদর্শন করেছেন। আমি তো ভাই এ মাসে কি গত দুই মাসে পারিবারিক এবং নানান কর্ম ব্যস্ততার জন্য অনেক পিছিয়ে যাচ্ছি। যাইহোক আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন চালিয়ে যান আপনার কাছ থেকে কোয়ালিটি ফুল পোস্টগুলো আরো চাই বিশেষ করে বিটকয়েন এবং ওয়ালেট সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি।