ওয়ালেট সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি।
@learn Bitcoin ভাই ওয়ালেট সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের এখানে শেয়ার করে কিন্তু আমি যে দারুন মুসিবতে পরেছি তার কি হবে?
যা হোক Hhampuz sir এর Whirlwind সিগনেচার ক্যাম্পেইন থেকে কয়েক সপ্তাহ পেমেন্ট পেয়েছিলাম ,ঈদের শপিং করার জন্য কিছু টাকা ব্যয় করেছিলাম এবং বাকি ডলার গুলো ইলেকট্রোম ওয়ালেটে হোল্ড (এটাকে হোল্ড বলা উচিত হবে না) দেখেছিলাম কিন্তু আজ কিছু টাকার প্রয়োজন হয় ফলে কিছু ডলার উইথড্র করার জন্য গিয়ে দেখি (নিচে স্ক্রিনশট অন্য ডিভাইসের সাহায্য) ।



@Little Mouse ভাইকে টেলিগ্রামে পার্সোনাল মেসেজের মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল, সে বলছিলেন ওয়ালেট Consolidated করে রাখতে এবং ফি ১Sat/vB করে দিতে।
কিন্তু আমি আজ কিছু ডলার উইথড্র করতে গিয়ে কিছুই বুঝতেছি না।
১ম screenshot এ Mining fee $1.69, Extra fees $14.30(0.5mBTC)
২য় screenshot এ Mining fee $1.18 বাকি গুলো কাছাকাছি
৩য় screenshot এ Mining fee $0.08 বাকি গুলো কাছাকাছি
প্রত্যেক ক্ষেত্রে কিন্তু Extra fees $14.30 লাগছেই।
এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি উইথড্র করি তাহলে কি আমার 0.5 mBTC extra fees কাটবে?