~snip
আসলে ভাই এ বিষয়ে আমার তেমন কোন ধারণা নেই। আমি ডেক্সটপে এই ওয়ালেট ব্যবহার করেছিলাম। এর ফাংশন অনেক কমপ্লিকেটেড হওয়ার ফলে আমি এটা ব্যবহার বাদ দিয়েছি. তবে এটা ব্যবহার করা ভালো কারণ অনেকেই এটার ভালো রিভিউ দিয়েছে এবং সিকিউরিটির ক্ষেত্রে অনেক ভালো। কিন্তু আমি এর বিষয়টা বুঝতে না পেরে ব্যবহার বাদ দিয়েছি। আমি আপাতত সেফ পাল ওয়ালেট টি ব্যবহার করছি কারণ এর ফাংশন গুলো অনেক ইজি।
সিকিউরিটি নিয়ে কোন সমস্যার সম্মুখীন এখনো হই নাই। তবে যেহেতু এটি সেইভাবে সিকিউরিটি প্রোভাইড করতে পারে না তাই আপনাকে ব্যবহার করতে বলবো না। তবুও একটি সলুশন দিতে পারি, তবে ব্যবহার করাটা পুরোটাই আপনার উপর নির্ভর করবে। আপনি ফ্রেস কি যে সকল ওয়ালেট ব্যবহারে সহজ, ওই সকল ওয়ালেট এ ইমপোর্ট করে আপনার বিটকয়েন গুলো অন্য ওয়ালেটে সরিয়ে নিতে পারেন।
তবে পরবর্তীতে একটি রিস্ক থাকে যা আপনাকে বহন করতে হবে। এজন্য এটা আমি রিকমেন্ড করবো না। যে সকল বিষয়গুলো উল্লেখ করেছেন তা নিয়ে আমারও তেমন কোন সঠিক ধারণা নেই। সুতরাং সিনিয়র ভাইদের/যারা এ বিষয়ে জানেন তাদের রিপ্লাই এর অপেক্ষা করব। কারণ বিষয়গুলো আমারও জানা দরকার।
আশা করি সলিউশন টা অতি শীঘ্রই পেয়ে যাবেন।