Post
Topic
Board Other languages/locations
Re: বাংলাদেশ (Bengali)
by
Negotiation
on 04/05/2023, 03:05:33 UTC

১ম screenshot এ Mining fee $1.69, Extra fees $14.30(0.5mBTC)
২য় screenshot এ Mining fee $1.18 বাকি গুলো কাছাকাছি
৩য় screenshot এ Mining fee $0.08 বাকি গুলো কাছাকাছি

প্রত্যেক ক্ষেত্রে কিন্তু Extra fees $14.30 লাগছেই।

এখন আমার প্রশ্ন হচ্ছে আমি যদি উইথড্র করি তাহলে কি আমার 0.5 mBTC extra fees কাটবে?
Consolidated কি? কিভাবে করে?
"নিজের ওয়ালেটে নিজের বিটকয়েন পাঠানো" বলতে কি বোঝায়?
মোবাইলের চেয়ে কি ডেক্সটপ/ কম্পিউটার দিয়ে পাঠানো হলে ফাংশন বেশি পাওয়া যাবে, ফি কম লাগবে?

এখানে বিষয় হচ্ছে ফি যতো কম দিবেন সময় ততো বেশি লাগবে, তবে এখানে যে মিনিমান ফি সেটা কাটবেই এটা থেকে বাচার উপাই নাই।